আবারও পরিবর্তন ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রক্রিয়ায়
১৭ নভেম্বর ২০২১ ১৮:২৯
ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে আবারও পুরোনো নিয়মে ফিরে যাচ্ছে আইসিসি। সুপার লিগ দিয়ে বাছাইয়ের কাজ শেষ এক আসরেই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে আইসিসি। র্যাংকিং থেকে সরাসরি ১০ দল খেলবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া সেই আসরে। বাকি চার দল আসবে প্রথাগত বাছাই পর্ব পেরিয়ে।
মঙ্গলবার শেষ হওয়া বোর্ড সভায় বাছাইয়ে এই পরিবর্তন এনেছে আইসিসি। পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহিলা ক্রিকেট পাচ্ছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আইসিসি জানিয়েছে বাছাই প্রক্রিয়ায় পরিবর্তনের খবর, ‘প্রধান নির্বাহীদের কমিটির পরামর্শ গ্রহণ করেছে বোর্ড। একটা নির্দিষ্ট সময়ে র্যাংকিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলো সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দলগুলো ঠিক করা হবে বৈশ্বিক বাছাইপর্বের মাধ্যমে।’
ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করে তিন বছর মেয়াদী প্রথম সুপার লিগে খেলছে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিয়েছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস।
২০১৯ সালের বিশ্বকাপে ছিল মাত্র ১০টি দল। সেবারও র্যাংকিংয়ের একটা নির্দিষ্ট সময়ে শীর্ষ আটের মধ্যে থাকা দলগুলো সুযোগ পেয়েছিল সরাসরি। বাকি দুটি দলকে আসতে হয় বিশ্বকাপ বাছাইপর্ব নামের টুর্নামেন্ট পেরিয়ে। তবে ১০ দলের বিশ্বকাপের নিয়ম সমালোচিত হয়েছে তখন থেকেই, বিশেষ করে আইসিসির সহযোগী সদস্যগুলো শুরু থেকেই অনাস্থা জানিয়ে এসেছে এ নিয়মে। ২০২৭ সাল থেকে আবারও দলসংখ্যা বাড়বে।
২০২৭ সালের আসরটির জন্য আগে থেকে একটি তারিখ (কাট অফ ডেট) নির্ধারণ করে দেওয়া হবে। এই সময়ের মাঝে যে ১০টি দল র্যাংকিংয়ের শীর্ষে থাকবে, তারাই বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে। বাকি চারটি দল পরে বৈশ্বিক বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সারাবাংলা/এসএস