Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতাকা বিতর্কে যা বলল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২১ ১৫:৩৬

বাংলাদেশে পৌঁছানোর দুইদিন পর থেকেই অনুশীলনে নেমে পড়ে পাকিস্তান। আর এরপরেই শুরু হয় বিতর্ক। মিরপুরের একাডেমিতে পাকিস্তান দল তাদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব ছবি ছড়িয়ে পড়ে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবার এই বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদ্রিস।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। স্বাভাবিকভাবেই বাবরের দিকে ছুটেছে প্রশ্নের বান। বাবরের কাছে পাকিস্তানি এক সাংবাদিক জানতে চান- ‘মাঠে পতাকা নিয়ে যাওয়ার পর চলমান বিতর্ক কীভাবে দেখছেন? এ বিষয়ে বাংলাদেশের একজন মন্ত্রীও প্রশ্ন তুলেছেন।’ যদিও অধিনায়ক বাবর এই বিষয়ে কোনও কথা বলেননি।

বিজ্ঞাপন

তার পরিবর্তে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বদ্রিস এই ব্যাপারে জবাব দেন। তিনি বলেন, ‘সাকলায়েন মুশতাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে। কোচ মনে করেন, এটা খেলোয়াড়দের উজ্জীবিত করে। যে কারণে বিশ্বকাপেও পতাকা নেওয়া হয়েছিল। এর বাইরে অন্য কোনও কারণ নেই।’

গত সোমবার (১৫ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করে পাকিস্তান দল। এসময় একাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা গেড়ে অনুশীলন শুরু করেন তারা। এরপর পাকিস্তানের অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এরপর গত কয়েক দিনের অনুশীলনে নিয়মিত পাকিস্তানের পতাকা নিয়ে অনুশীলন করতে দেখা গেছে বাবরদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান দল বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর