Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমনওয়েলথে এবারও রূপা বাকীর


৮ এপ্রিল ২০১৮ ১০:৫৪ | আপডেট: ৮ এপ্রিল ২০১৮ ১২:০৭

সারাবাংলা ডেস্ক ।।

দেশ ছাড়ার আগে একমাত্র শুটিং থেকেই পদক আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কর্মকর্তারা। সেই শুটিং নিরাশ করেননি, হতাশ করেননি আবদুল্লাহ হেল বাকীও। কমনওয়েলথ গেমসে এই আসরে বাংলাদেশের প্রথম পদকটা এনে দিয়েছেন ১০ মিটার এয়ার রাইফেল থেকে, ধরে রেখেছেন আগের আসরে নিজের রৌপ্য পদক।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে চলমান কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে (শনিবার) ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ফাইনালে ২৪৪.৭ স্কোর করে পদকটি জেতেন দেশসেরা এই শ্যুটার। প্রথম হয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন। ২৪৫ স্কোর করে স্বর্ণপদকটি জিতেছেন স্বাগতিক এই শ্যুটার। ২২৪.১ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করায় ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতের রবি কুমার।

বাকী অবশ্য সোনা জেতার সম্ভাবনাই জাগিয়েছিলেন। শেষ রাউন্ডে স্যাম্পসনকে হারাতে ১০.১ পয়েন্ট স্কোর দরকার ছিল বাকীর, কিন্তু তিনি করতে পারলেন ৯.৭। একটুর জন্য পেলেন না সোনা।

এবারের আসরে অংশ নেয়া ৭১ দেশের মধ্যে একমাত্র রৌপ্য জয়ে বাংলাদেশকে পদক তালিকায় দিক থেকে ১৩তম স্থানে তুলে দিলেন বাকী।

এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেছিলেন বাকী।

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর