Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা


২২ নভেম্বর ২০২১ ২০:৪৭

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের মধ্যে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা ১৬ সদস্যের দলে নেই তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানকে দলে রাখলেও বলা হয়েছে, ফিটনেস টেস্ট উৎরাতে পারলে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জেতা তরুণ টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান জয়। টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই দলে নেই মাহমুদউল্লাহ। তামিম, তাসকিন, শরিফুল দলে নেই ইনজুরির কারণে।

নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়া তামিম অনেকদিন ধরেই মাঠের বাইরে। তাসকিন আহমেদ আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছেন। শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে।

এদিকে, বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরা সাকিব আল হাসান আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) ফিটনেস টেস্টের মুখোমুখি হবেন। দলে তার নাম থাকলেও বলা হয়েছে, ফিটনেস টেস্টে উৎরাতে পারলে তবেই প্রথম টেস্টের একাদশের জন্য বিবেচনায় থাকবেন তিনি।

দলে ডাক পাওয়া দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রেজা এবারের জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করেছেন। যুব বিশ্বকাপ জেতা ২১ বছর বয়সী জয় জাতীয় লিগে তিন ম্যাচে দুই সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত প্রথম শ্রেণিতে ৬ ম্যাচ খেলে ৪৬ গড়ে ৪৬০ রান করেছেন জয়। ২১ বছর বয়সী পেসার রেজাউর রহমান রেজা প্রথম শ্রেণিতে ১০ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৬ নভেম্বর। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান (ফিটনেস টেস্টে ফিট হওয়া সত্ত্বে)।

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর