Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন


২৬ নভেম্বর ২০২১ ১৬:৫৮

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুটা বড্ডই বাজে হয়েছিল বাংলাদেশের। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৯ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। স্বাভাবিকভাবেই তখন করোনা বিরতি শেষে দীর্ঘদিন পর গ্যালারীতে বসে খেলা দেখার সুযোগ পাওয়া দর্শকদের মন খারাপ। এমন সময় গ্যালারীতে দেখা গেল চাঞ্চল্য। গ্যালারীর পেছনে নজর দর্শকদের। স্টেডিয়ামে ছাদে উঠতেই দেখা গেল খানিকটা দুরে ঘটেছে বড় ধরনের দুর্ঘটনা। স্টেডিয়ামের পাশে এক রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। সেই আগুনের ধোঁয়া চলে আসে স্টেডিয়াম উপর অবদি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয়েছে সকাল ১০টায়। স্টেডিয়ামের পাশের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে সাড়ে ১০টায়। পরে ফায়ার সার্ভিস অনেকক্ষণ চেষ্টা করে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামের ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটির নীচতলায় অনেকগুলো কেমিক্যালের ড্রাম রাখা ছিল। সেখানে আগুন লাগলে অল্প সময়ের মধ্যে সেটি ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন।

কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণের মধ্যে অন্যদিকে বাংলাদেশও দুর্দশা কাটিয়ে উঠেছে। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের পক্ষে পরে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দিনের বাকি সময়ের পুরোটা ব্যাটিং করেছেন দুজন। যাতে চার উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

চট্টগ্রামে আগুন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর