Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলকে রিয়ালেই চান জিদান


৮ এপ্রিল ২০১৮ ১৬:৩৫

সারাবাংলা ডেস্ক ।।

চোটের কারণে এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি। সঙ্গে ফর্মহীনতা গ্যারেথ বেলকে ছিটকে দিয়েছে রিয়ালের প্রথম একাদশের বাইরে। ওয়েলশের এই উইঙ্গারকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতে পারে, এমন একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। কিন্তু মৌসুমের শেষের দিকে এসে সেই গুঞ্জন অস্বীকার করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

২০১৩ সালে তখনকার রেকর্ড মূল্যে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন বেল। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই নিজেকে মাতিয়ে রাখলেও চলতি মৌসুমের শুরুতে ছন্দহীন ছিলেন এই তারকা। মৌসুমের মাঝামাঝি সময়ে বেলকে ছাড়ার কথা শুনে তাকে দলে নিতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল চেয়েছিল ভালো দাম পেলেই ২৮ বছর বয়সী এই উইঙ্গারকে ছেড়ে দেয়ার।

মৌসুমের শেষের দিকে এসে জিদানই চাইছেন রিয়ালের হয়েই থাকুক বেল। এই পরিবর্তনটা অবশ্য এমনিতেই আসেনি। বেলের পারফরম্যান্সই আগ্রহী করেছে কোচ জিদানকে। রিয়াল কোচ ভাবছেন মৌসুম শেষেও বেলকে রিয়ালেই দেখা যাবে, ‘আমি মনে করি, পরের মৌসুমেও বেল থাকবে রিয়াল মাদ্রিদে। আশা করবো সে তার অনুপ্রেরণা নষ্ট হতে দেবে না। দলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

মৌসুমের শুরুর দিকে ইনজুরিতে পড়ে খেই হারিয়ে ফেলা এই ফুটবলার মৌসুমের শেষের দিকে নিজেকে মেলে ধরেছেন। তাই প্রশংসা করলেন রিয়াল কোচ, ‘এটা সত্য যে অন্যরা সবাই খেলে, আর সে (বেল) ভালো করে। হয়তো সে ভুল বুঝেছে, কারণ সব খেলোয়াড়ই চায় প্রতিটা ম্যাচ খেলতে।’

লা লিগার এবারের মৌসুমের শুরু থেকে পিছিয়ে পড়া রিয়ালকে এগিয়ে আনতে বেল যে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তাও বললেন জিদান, ‘রিয়ালের সব খেলোয়াড়ই দলের জন্য গুরুত্বপূর্ণ, মৌসুমের শেষ পর্যন্ত রিয়ালের জন্য বেলের গুরুত্ব অনেক। তার সামর্থ্য আমাদের জানা আছে, এর প্রমাণ সে আগেই দিয়েছে।’

বিজ্ঞাপন

রিয়ালে আসার পর পাঁচ মৌসুমে ১৯ বার ইনজুরিতে পড়ে ৭০টিরও বেশী ম্যাচে খেলতে পারেননি এই উইঙ্গার। চলতি মৌসুমের মাঝে বেলকে ছাড়ার কথা উঠলে অবশ্য রিয়ালের সাবেক রাইটব্যাক আরভেলো আরবেলোয়া বলেছিলেন, ‘বেলকে রিয়ালে অবশ্যই ধরে রাখা উচিত।’ সাবেক এই রাইটব্যাকের কথার ফলটাই হয়তো মিলে যাচ্ছে।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর