এখনো জয় সম্ভব— বিশ্বাস ডমিঙ্গোর
২৯ নভেম্বর ২০২১ ১৯:৩২
চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হার দেখছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ২০১ রানের লিড দাঁড় করিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১০৯ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে। অর্থাৎ ম্যাচ জিততে কাল পঞ্চম দিনে সফরকারীদের করতে হবে আর ৯৩ রান, হাতে আছে পুরো দশ উইকেট। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, জয়ের সম্ভবনা আছে এমনটি মনে করেই কাল পঞ্চম দিনের খেলা শুরু করবে তার দল।
আজ দিন শেষে আগের ইনিংসের সেঞ্চুরিয়ার আবিদ আলী ৫৬ রানে অপরাজিত। আগের ইংনিংসে হাফ সেঞ্চুরি করা আব্দুল্লাহ শফিকি দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত ছিলেন ৫৩ রানে। আজ দিনের শেষ দুই সেশনে এই দুজনের তেমন পরীক্ষাই নিতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। রাসেল ডমিঙ্গো বললেন, কাল সকাল সকাল পাকিস্তানের এক, দুটি উইকেট তুলে নিতে চায় বাংলাদেশ।
সোমবার (২৯ নভেম্বর) টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো বললেন, ‘তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’
টেস্টের প্রথম দিন আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তারপর লিটন দাস ও মুশফিকুর রহিমের দুর্দান্ত এক জুটিতে ৩৩০ রান তোলে স্বাগতিকরা। তবে পরে ২১৭ রানে পাকিস্তানের ছয় উইকেট তুলে নেওয়ার পরও সফরকারীদের ইনিংস কেন ২৮৬ পর্যন্ত গেল তাতে বড় আক্ষেপ অনেকের। তবে ডমিঙ্গোর মতে প্রথম আড়াই দিন ভালো ক্রিকেটই খেলেছে বাংলাদেশ।
তিনি বলেন, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এমন পারফরম্যান্স হতাশাজনক ছিল। এর আগপর্যন্ত আমরা ভালো ক্রিকেটই খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও সিমাররা ভালো করে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।’
এদিকে, কাল পঞ্চম দিনের খেলা শুরু হবে ২১ মিনিট আগে। সাধারণত ১০টা থেকে খেলা শুরুর কথা থাকলেও কাল বল মাঠে গাড়বে ৯.৩৯ মিনিট থেকে। প্রথম চার দিনই আগেভাগে দিনের খেলা শেষ হওয়াতে শেষ দিনে খেলা শুরু করতে হচ্ছে আগে।