গোড়ালির চোটে ৮ সপ্তাহ মাঠের বাইরে নেইমার
২৯ নভেম্বর ২০২১ ২৩:১৮
মাঠ নয় যেন চোটের সঙ্গেই দোস্তানা নেইমার জুনিয়রের। আবারও চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। লিগ ওয়ানে রোববার সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোট পান নেইমার। আর একদিন পরেই জানা গেল গুরুতর এই চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহ নেইমারকে থাকতে হবে মাঠের বাইরে।
সোমবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে পিএসজি। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ের ওপরে পড়ে তার পা। তখনই মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে দেখা যায় তাকে। একটু পর মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। মাঠেই তার অভিব্যক্তিতেই বোঝা গিয়েছিল চোট কতটা গুরুতর।
বিবৃতিতে পিএসজি জানিয়েছে, নেইমারের গোড়ালি মচকে গেছে। আগামী ৭২ ঘণ্টা তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে এবং পরবর্তীতে তার সেরে ওঠার কার্যক্রম শুরু হবে।
ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে অর্থাৎ ২০২১ সালে মাঠে নেইমারকে আর দেখা যাবে না। সবকিছু ঠিক থাকলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আবারও মাঠে নামতে পারবেন এই তারকা ফরোয়ার্ড।
সারাবাংলা/এসএস