Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২১ ০৯:৩৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৩:০০

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলায় শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

মিরপুরে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে মাহমুদুল হাসান জয়ের। সেই সঙ্গে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। তবে পাকিস্তান দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

চোটের কারণে প্রথম টেস্ট খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া পেসার আবু জায়েদ রাহির বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন খালেদ হাসান। সাকিবের ফেরাতে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

পাস্কিস্তান একাদশ: আন্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নুমান আলী, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি এবং সাজিদ খান।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টস দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান মিরপুর টেস্ট

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর