অভিষেকে শূন্যতে ফিরলেন মাহমুদুল
৭ ডিসেম্বর ২০২১ ১৪:৫৫
পাকিস্তানের ৩০০ রানে ইনিংস ঘোষণা ঘোষণার পর ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে সাকিব আল হাসানের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়ে অভিষেক ঘটে মাহমুদুল হাসান জয়ের। এরপর দুই দিন তো খেলায় হলো না বৃষ্টিতে। অবশেষে চতুর্থ দিনে এসে ব্যাট হাতে নামল বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে মাহমুদুল হাসান জয় উইকেটে টিকলেন কেবল ৭ বল। তার বিদায়ে বাংলাদেশ এখন ৬ ওভারে ১ উইকেটে ৫ রানে ব্যাট করছে।
সাদমান ইসলামের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করতে নামলেন অভিষিক্ত তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। কঠিন কন্ডিশন ও উইকেটে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে এখন কঠিন পরীক্ষা বাংলাদেশের ব্যাটিংয়ের। আর এসময়ই ভুলটা করে বসলেন মাহমুদুল।
অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান টিকলেন মাত্র ৭ বল। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে দেওয়া বলে খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো অধিনায়ক বাবর আজমকে ক্যাচ দিলেন মাহমুদুল। এতেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দিনের বাকি আছে নির্ধারিত আরও প্রায় ৪৫ ওভার। তবে মেঘলা আকাশের নিচে খেলা চলছে ফ্লাড লাইট জ্বালিয়ে। দিনের বাকি সময়টায় ৪৫ ওভার খেলা চালানো অসম্ভব হবে বলেই মনে হচ্ছে।
মিরপুর টেস্টে বৃষ্টির দাপটে ভেসে গেছে দুই দিনেরও বেশি। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে খেলা হলো ৩৮ বল, তৃতীয় দিন সম্পূর্ণ বৃষ্টির পেটে। অবশেষে চতুর্থ দিনে আলোর মুখ দেখল টেস্ট। শুরুতে উইকেট হারালে পরবর্তীতে মোহাম্মদ রিজওয়ান এবং ফাওয়াদ আলমের শতরানের জুটিতে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
১ম ইনিংস (চতুর্থ দিন)
পাকিস্তান: ৩০০/৪; (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০, রিজওয়ান ৫৩); (এবাদত ২৩-৩-৮৮-১, খালেদ ১৭.৩-৫-৪৯-১, তাইজুল ২৫-৬-৭৩-২, সাকিব ১৯-৭-৫২-০, মেহেদী মিরাজ ১৪-২-৩৭-০)।
বাংলাদেশ: ৫/১; (মাহমুদুল জয় ০, সাদমান ১, শান্ত ১); (আফ্রিদি-১-১-০-০, নুমান ৩-১-১-০, সাজিদ ২-১-১-১)।
বাংলাদেশ পিছিয়ে আছে ২৯৪ রানে।
সারাবাংলা/এসএস