Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুট-মালানের ব্যাটে লড়াইয়ে ফিরল ইংল্যান্ড


১০ ডিসেম্বর ২০২১ ২১:৩৭

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অনেকটাই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। ইংলিশদের ১৪৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪২৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তবে ২৭৮ রানে পিছিয়ে পড়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। জো রুট, ডেভিড মালানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২০ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা।

দিন শেষে ৮৬ রানে অপরাজিত জো রুট। ৮০ রানে অপরাজিত ডেভিড মালান। তৃতীয় দিন শেষে ৫৮ পিছিয়ে ইংল্যান্ড। হাতে আছে আরও আট উইকেট।

শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রিসবান ক্রিকেট গ্রাউন্ডে ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ২৩ রানেই রোরি বার্নসকে হারায় ইংলিশরা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। খানিক বাদে ওপেনার হাসিব হামিদকেও হারায় ইংল্যান্ড। হামিদও ক্যাচ তুলে দেন উইকেটরক্ষকের হাতে।

বিজ্ঞাপন

তবে এরপর জো রুট-ডেভিড মালান দাঁড়িয়ে গেলেন দুর্দান্তভাবে। দিনের বাকি সময় উইকেট তুলে নিতে পারেনি অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট। দিন শেষে ৮৬ রানে অপরাজিত থাকা রুট চার মেরেছেন ১০টি। ৮০ রানে দিন শেষ করা মালানও চার মেরেছেন ১০টি। অজিদের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স।

এর আগে ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ৪২৫ রানে থেমেছে অস্ট্রেলিয়া। আগের দিন ১১২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড গিয়ে থামেন ১৫২ রানে। রীতিমতো ওয়ানডে স্টাইলেই ব্যাটিং করেছেন হেড। মাত্র ১৪৮ বলে ১৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। চার মেরেছেন ১৪টি চার, ছক্কা হাঁকিয়েছেন ৪টি।

শেষ দিকে হেডকে দারুণ সঙ্গ দেওয়া মিচেল স্টার্ক করেন ৩৫ রান। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ওলে রবিনসন ও মার্ক উড। দুই উইকেট নিয়েছেন ক্রিস ওকস।

অ্যাশেজ সিরিজ জো রুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর