Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে যোগাযোগে ভিডিও কলই ভরসা বাংলাদেশি ক্রিকেটারদের


১১ ডিসেম্বর ২০২১ ১৭:১৭

দম ফেরানোর ফুসরত নেই বাংলাদেশি ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নেমে পড়তে হয়েছিল ঘরের মাঠে পাকিস্তান সিরিজ খেলতে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার দিনই ধরতে হয়েছে নিউজিল্যান্ডের বিমান। সেখানে গিয়ে সাত দিনের কোয়ারেন্টিনে ঢুকতে হয়েছে ক্রিকেটারদের। পাশাপাশি থাকলেও দেখা করার সুযোগ নেই। একে অপরের সঙ্গে যোগাযোগ করতে ভিডিও কলই ভরসা বাংলাদেশি ক্রিকেটারদের। দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানাচ্ছিলেন এমনটিই।

বিজ্ঞাপন

পাকিস্তান সিরিজ শেষ হওয়ার দিনই গত বুধবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে পৌঁছে প্রথম তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। পরে কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসার সাপেক্ষে রুম থেকে কিছু সময়ের জন্য বের হওয়ার অনুমতি পাবেন ক্রিকেটাররা, জিমও করতে পারবেন। অনুশীলনে নামতে পারবেন সাত দিনের কোয়ারেন্টাইন শেষে।

এভাবে রুমবন্দি থাকতে কী আর ভালো লাগে! খালেদ মাহমুদ সুজন জানালেন, কঠিন সময়ই কাটছে তাদের। শনিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করার পর দু’জন নার্স এসেছিলেন, আমাদের তাপমাত্রা মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনো কারো সাথে কারো দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া।’

টিম ডিরেক্টর বলেন, ‘কঠিন সময়, পাকিস্তানের বিপক্ষে খেলে আসার পর পরই ছেলেরা.., কঠিন সময় যাচ্ছে। আরও দুই-তিন দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারবো, জিম করতে পারবো। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারবো। আমি আশা করি, কয়েক দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন।’

এবারের সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। নিউজিল্যান্ডে এখনো জেতা হয়নি বাংলাদেশের। এর আগে তিন সংস্করণ মিলিয়ে দেশটিতে গিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি টাইগাররা।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো না। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারা বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেছে যাচ্ছে-তা। তাছাড়া সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্রিকেটার যাননি এবারের সফরে। অসবর নিয়ে নেওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদ স্বাভাবিকভাবেই নেই টেস্ট দলে। সব মিলিয়ে মনে করা হচ্ছে এবারের সফরে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর