Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’তে দেখা মেসি-রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩৮

লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের শেষ হয়েও যেন নেই কোনো শেষ। একই লিগে খেলায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দুজনের মুখোমুখি দেখা হত নিয়মিতই। এরপর ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পরেও একবার দেখা হয়েছে চ্যাম্পিয়নস লিগে ২০২১ সালে এসে বদলেছে দুইজনের ক্লাব, এমনকি বদলেছে দুজনের লিগও। মেসি বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে আর রোনালদো জুভেন্টাস ঘুরে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবুও দুজনের দ্বৈরথ ফিকে হয়নি একটুও। ঘরোয়া লিগ না হোক চ্যাম্পিয়নস লিগে আবারও মুখোমুখি তারা দুজন।

বিজ্ঞাপন

এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব-১৬ তে মুখোমুখি আবারও এই দুই কিংবদন্তি। সোমবার (১৩ ডিসেম্বর) শেষ ১৬’ত ড্র’তে প্যারিস সেইন্ট জার্মেই’কে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টেকনিক্যাল কারণে এই ড্র বাতিল ঘোষণা করে বিবৃতি দিয়েছে উয়েফা। নতুন করে আবারও অনুষ্ঠিত হবে ড্র।

এদিকে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা ১৭ বছর আবারও খেলবে ইউরোপা লিগ।

রাউন্ড অব ১৬’তে যে যাকে পেল

বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ

ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার সিটি

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

রেড বুল সালজবুর্গ বনাম লিভারপুল

ইন্টার মিলান বনাম আয়াক্স

স্পোর্টিং সিপি বনাম জুভেন্টাস

চেলসি বনাম লিল

প্যারিস সেইন্ট জার্মেই বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

সারাবাংলা/এসএস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ মেসি-রোনালদো রাউন্ড অব ১৬'র ড্র শেষ ১৬

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর