Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগের ড্র বাতিল

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ১৮:৫৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন করে স্থানীয় সময় দুপুর ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ড্র অনুষ্ঠিত হবে।

২০২১/২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬’র ড্র অনুষ্ঠিত হয়। তবে টেকনিক্যাল কারণে ড্র’তে সমস্যা দেখা দেয়। একারণে আবারও ড্র অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় উয়েফা।

টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে উয়েফা এক বিবৃতিতে আগের ড্র বাতিল ঘোষণা করে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’তে দেখা মেসি-রোনালদোর

‘উয়েফার রাউন্ড অব-১৬’র ড্র’তে টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। সফটওয়্যার সমস্যার কারণে উয়েফার এই ড্র সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারেনি। একারণে আগের ড্র বাতিল ঘোষণা করা হচ্ছে এবং স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) পুনরায় ড্র অনুষ্ঠিত হবে।’

প্রথম ড্র’তে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে নাম ওঠে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে নিয়মানুযায়ী তারা রাউন্ড অব ১৬’তে একে অপরের মুখোমুখি হতে পারবে না কারণ তারা গ্রুপ পর্বেও একই গ্রুপে খেলেছিল। এরপর আরেক গ্রুপ চ্যাম্পিয়নের নাম তোলা হয় এবং সেখানে তারা ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পায়। এরপর নতুন করে ড্র’তে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয় পিএসজি।

সারাবাংলা/এসএস

উয়েয়া চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ ড্র বাতিল

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর