Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার অবসর ঘোষণা করতে পারেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১ ২০:১৪

সার্জিও আগুয়েরো বুধবার (১৫ ডিসেম্বর) অবসরের ঘোষণা দেবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। একটি অনুষ্ঠানের মাধ্যমে অবসরের ঘোষণা দেবেন ৩৩ বছর বয়সী আগুয়েরো। হৃদরোগে আক্রান্ত হওয়ায় আগুয়েরো আর ফুটবলে ফিরতে পারবেন না বলেই জানা গেছে। আর একারণেই অবসরের সিদ্ধান্ত এই আর্জেন্টাইন স্ট্রাইকারের।

ইতোমধ্যেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আগুয়েরোর বর্তমান ক্লাব বার্সেলোনাকেও। চলতি মৌসুমেই এক দশক কাটানোর পর ম্যানচেস্টার সিটি ছাড়েন আগুয়েরো।

বিজ্ঞাপন

গত নভেম্বরের আলাভেজের বিপক্ষে ম্যাচে শ্বাসকষ্টে ভুগতে থাকা আগুয়েরোকে নেওয়া হয় হাসপাতালে। এরপর থেকে তার হৃদরোগের চিকিৎসা নিয়ে আসছিলেন আগুয়েরো। আলেভেজের বিপক্ষে ম্যাচের মাঝপথে হঠাৎ করেই বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ছয় মাস আগে বার্সেলোনায় নাম লেখানো এই আর্জেন্টাইনকে।

তখন জানানো হয়, তিন মাসের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা। তবে এখন শোনা যাচ্ছে কায়রিয়ারের ইতিই এখানে টানতে হচ্ছে আগুয়েরোকে।

সারাবাংলা/এসএস

অবসর আর্জেন্টিনা বার্সেলোনা সার্জিও আগুয়েরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর