ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে কোভিড মহামারি। টটেনহাম হটস্পারের বেশ কয়েকজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের দুটি ম্যাচ স্থগিত হয়। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে কোভিডের সংক্রমণের কারণে আগামী ২৪ ঘণ্টা ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দেয় তারা। এরপর ব্রেন্টফোর্ডের বিপক্ষের ম্যাচটিও স্থগিত করা হয়।
স্পার্সের পর লেস্টার সিটিতেও হানা দেয় কোভিড। এবার খারাপ খবর মিলল ম্যানচেস্টার ইউনাইটেডে।
নিজেদের ওয়েবসাইটে সোমবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এখবর জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। খেলোয়াড়দের মধ্যে করোনা ছড়িয়ে এখবর জানালেও কোন কোন খেলোয়াড় তাতে আক্রান্ত আর কতজন খেলোয়াড় আক্রান্ত হয়েছে সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি ইউনাইটেড কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতেই মাঠে গড়ানোর কথা ছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষের ম্যাচটি। করোনা মহামারিতে ম্যাচটিও স্থগিত হয়েছে।
প্রিমিয়ার লিগের নিয়ম মেনে আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে ইউনাইটেডের বিবৃতিতে।