Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির শিকার ওটামেন্ডির গলায় বেল্ট বেঁধে মারধর করা হয়

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২১ ১০:২২

পর্তুগালে নিজের বাড়িতে ডাকাতির শিকার নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনার এই ডিফেন্ডারের বাড়িতে সোমবার (১৩ ডিসেম্বর) ডাকাতি হয়। এসময় বেল্ট তার গলায় বেঁধে মারধরও করে ডাকাত দল। তবে ওটামেন্ডি এবং তার পরিবার এখন সুস্থ আছেন বলে জানিয়েছে তার বর্তমান ক্লাব বেনফিকার পক্ষ থেকে।

বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন ওটামেন্ডি। পর্তুগালের রাজধানী শহর লিসবনের দক্ষিণ পাশে একটি বাড়ি নিয়ে বসবাস করছেন ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার। স্থানীয় সময় রোববার রাতে ফামালিকাওয়ের সঙ্গে ম্যাচ ছিল বেনফিকার। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয়ের তৃপ্তি নিয়েই বাড়ি ফিরেছিলেন ওটামেন্ডি।

তবে বাড়িতে ঢোকার মুখে চারজন দুর্বৃত্ত ওটামেন্ডিকে মারধর করেন এবং গলায় বেল্ট বেঁধে দেন। পরে তারা জোর করে ঘরের দরজা খোলায়। ওটামেন্ডির স্ত্রী-সন্তানরা ভয়ার্ত অবস্থায় বসে ছিলেন ঘরের মধ্যে।

ওটামেন্ডিকে মারধর করতে করতে ঘরে ঢুকে তার বাড়ি থেকে নগদ অর্থ এবং দামি জিনিসপত্র নিয়ে পালায় ডাকত দল।

এদিকে ওটামেন্ডির ক্লাব বেনফিকা নিশ্চিত করেছে পর্তুগিজ জুডিশিয়ারি পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বেনফিকার হয়ে দ্বিতীয় মৌসুমে খেলছেন ওটামেন্ডি। ২০২০ সালের গ্রীষ্মের দলবদলে বেনফিকায় নাম লেখানোর পর এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৫৫ ম্যাচ খেলেছেন তিনি। এর আগে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। যেখানে পাঁচ মৌসুমে ২১০টি ম্যাচ খেলেন তিনি, দুইটি প্রিমিয়ার লিগসহ জেতেন নয়টি শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন তিনি।

সারাবাংলা/এসএস

ডাকাতির শিকার নিকোলাস ওটামেন্ডি বেল্ট বেঁধে মারধর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর