Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের


১৭ ডিসেম্বর ২০২১ ১৮:১৯

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলতে থাকা বাংলাদেশ হারিয়ে দিল শক্তিশালী ভারতকেও। পেনাল্টি গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি ভারত।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ট শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালের আরও কাছে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ভারতের অবস্থান টেবিলের দুই নম্বরে।

আজ তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফিদা খন্দকারের বদলে নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়াকে নামান তিনি। তাতে শুরুর আক্রমণও ছিল বেশ ধারালো।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে তহুরা খাতুনকে ফেলে দেন ভারতের ডিফেন্ডার ক্রিতিনা দেবি। পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি। স্পট কিক থেকে গোল করেন শামসুন্নাহার সিনিয়র। বাকি সময়ে গোল পরিশোধ করতে পারেনি ভারতীয়রা।

আগামী রোববার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যারা প্রথম তিন ম্যাচে হজম করেছে ১৬ গোল। ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে শক্তির বিচারে পিছিয়ে থাকা শ্রীলংকার বিপক্ষে দারুণ ফুটবল খেলারই কথা বাংলাদেশের।

কাতার-বাংলাদেশ ফুটবল ম্যাচ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সাফ চ্যাম্পিয়নশিপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর