করোনায় আক্রান্ত নাদাল
২১ ডিসেম্বর ২০২১ ০১:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুরুষ টেনিসের বড় তারকা রাফায়েল নাদাল। আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরে করোনা পজিটিভ হয়েছেন ২০টি গ্ল্যান্ড স্ল্যাম জয়ী।
সোমবার (২০ ডিসেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাদাল। শিগগিরই ভালো বোধ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
কুয়েত ও আবু ধাবিতে থাকার সময় প্রতিটি কোভিড টেস্টে নেগেটিভ ফল এসেছিল নাদালের। গত শুক্রবারের পরীক্ষাতেও নেগেটিভ ফল এসেছিল। কিন্তু দেশে ফিরে করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে স্প্যানিশ তারকার।
পায়ের চোটের কারণে গত আগস্ট থেকে কোর্টের বাইরে ছিলেন তিনি। বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের মাধ্যমে টেনিসে ফিরেন অনেকদিন পর। প্রত্যাশা অবশ্য পুরণ হয়নি। গত শুক্রবার সেমিফাইনালে অ্যান্ডি মারার কাছে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছেন। পরে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচেও হেরে গেছেন নাদাল।
তারপর দেশে ফিরেই পেলেন করোনায় আক্রান্ত হওয়ার দুসংবাদ। আগামী ১৭ জানুয়ারী থেকে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে নাদাল পুরোপুরি সুস্থ্য হয়ে উঠেন কিনা সেটাই এখন দেখার বিষয়।