জয় দেখছে মধ্যাঞ্চল
২১ ডিসেম্বর ২০২১ ২১:৪৪
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মিরপুরের উইকেটে বোলিং দাপটের মধ্যে দ্বিতীয় ইনিংসে একদমই সুবিধা করতে পারেনি পূর্বাঞ্চল। ১৮০ রানেই গুটিয়ে গেছে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস। যাতে দুই ইনিংস মিলিয়ে ১৯৯ রানের টার্গেট পায় মধ্যাঞ্চল। জবাব দিতে নেমে শেষ বিকেলে মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে জয় দেখছে মধ্যাঞ্চল। ওদিকে, উত্তরাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের হয়ে আজ সেঞ্চুরি করেছেন অমিত হাসান ও তৌহিদ হৃদয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ১ উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। জিততে আগামীকাল শেষ দিনে ১১২ রান দরকার মধ্যাঞ্চলের। হাতে ৯ উইকেট। আজ দিন শেষে ৫৪ বলে ৪২ রান করে অপরাজিত মোহাম্মদ মিঠুন। সৌম্য সরকার অপরাজিত ছিলেন ৬৯ বলে ৩৩ রান করে।
৯ উইকেটে ২২৪ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ২২৮ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। যাতে ১৮ রানের লিড পায় পূর্বাঞ্চল। তবে দ্বিতীয় ইনিংসটা একদমই ভালো হয়নি পূর্বাঞ্চলের। ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়েছিল দলটি। সেখান থেকে ১৮০ পর্যন্ত গেল প্রিতম হাসান ও স্পিনার নাইম হাসানের দারুণ দুই ফিফটিতে। নাইম আট নম্বরে নেমে ৬৮ রান করেন। প্রিতম ওয়ানডে মেজাজে ৫৬ বলে ৫৪ রান করেন। দলটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন নাদিফ চৌধুরী।
মধ্যাঞ্চলের হয়ে হাসান মুরাদ ৩৭ রানে চার উইকেট নিয়েছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী ও আবু হায়দার রনি দুটি করে উইকেট নিয়েছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপর ম্যাচে চলছে ব্যাটিং দাপট। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ৩৮৫ রানের জবাব দিতে নেমে ৩ উইকেটে ৩৫০ রান তুলে আজ তৃতীয় দিন শেষ করেছে দক্ষিণাঞ্চল। ২ উইকেটে ১১২ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। আজ সারা দিন একটা মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলেছে দলটি। এর মাঝে সেঞ্চুরি করেছেন অমিত ও হৃদয়।
২৮৬ বলে ১৩টি চার ৩টি ছয়ে ১৫৯ রান করে অপরাজিত আছেন তৌহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের এটা প্রথম সেঞ্চুরি। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত আছেন জাকির হোসেন। এর আগে ১৩১ রান করে আউট হয়েছেন অমিত। ৩৭৩ বল খেলে ১২টি চারের সাহায্যে এই রান করেন তিনি।