Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন সাকিব!


২২ ডিসেম্বর ২০২১ ২৩:৫১

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলে করোনার হানায় আসন্ন বিপিএল নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কেটে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক আজ জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ ২০ জানুয়ারী থেকেই মাঠে গড়াবে দেশের সবচেয়ে জাকজমক ক্রিকেট টুর্নামেন্টটি। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টে সাকিব আল হাসানকে দেখা যাবে বরিশালের ফ্র্যাঞ্চাইজির খেলতে।

বরিশালের দল কিনেছে ফরচুন গ্রুপ। ফরচুন গ্রুপের পক্ষ থেকে অনেক আগেই সাকিবকে দলে টানার বিষয়টি জানানো হয়েছিল। আজ সাকিবের পক্ষ থেকেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগাযোগের কথা বলা হলো।

বিজ্ঞাপন

পরিবারের সঙ্গে সময় কাটাতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করা স্ত্রী, সন্তানের কাছে অবশ্য এতোদিন যাননি, দেশেই অবস্থান করছিলেন তিনি। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। তার আগে গণমাধ্যমকে বরিশালের হয়ে বিপিএল খেলার সম্ভবনার কথা জানিয়েছেন সাকিব।

বুধবার (২২ ডিসেম্বর) হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ বিপিএলে বরিশালে খেলব।’

বিপিএল শুরু হওয়ার কথা ২০ জানুয়ারী। অর্থাৎ চলতি বছর আর ক্রিকেটে দেখা যাচ্ছে না সাকিবকে। বছরটা কেমন কাটল ক্রিকেটার সাকিবের? বলেছেন, ‘হতাশাজনক, বিশ্বকাপে (টি-টোয়েন্টি) যেহেতু বড় একটা টার্গেট ছিল, ফুলফিল করতে পারিনি সেদিক থেকে হতাশাজনক। কিন্তু এরকম আগেও হয়েছে তারপর আমরা খুব ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। তো আবারও কামব্যাক করার আশা থাকবে।’

বিজ্ঞাপন

কামব্যাক করতে অনেক জায়গাতেই যে উন্নতি দরকার সেটাও বললেন সাকিব, ‘অনেক জায়গায়ই (উন্নতি) দরকার আছে। ভালো খেললেও দরকার আছে, খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গা আইডেনটিফাই করা যায় সবাই মিলে বসে সেসব জায়গায় যেন আমরা ইমপ্রুভ করতে পারি।’

টপ নিউজ বিপিএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর