Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১০ দেশি, ৪০৬ বিদেশি ক্রিকেটার নিয়ে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১ ১৫:৩০

জল্পনা-কল্পনার অবসান ঘটে মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের তারকা ক্রিকেটাররা থাকছেন না এবারের বিপিএলে। তবুও এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন ৪০৬ জন। আর অষ্টম এই আসরে বাংলাদেশ থেকে আছেন ২১০ ক্রিকেটার।

৬টি গ্রেডে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মূল্য ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের- ৭০ লাখ টাকা। ‘এ’ গ্রেডে আছেন দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং পেসার মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

স্থানীয় ক্রিকেটারদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যাতে ‘এ’ ক্যাটাগরির মূল্য রাখা হয়েছে ৭০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১৮, ‘ই’ ক্যাটাগরির ১২ ও ‘এফ’ ক্যাটাগরির জন্য ৫ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। যাতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য মূল্য রাখা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৬৪ লাখ ৩৪ হাজার টাকা), ‘বি’ ক্যাটাগরির জন্য ৫০, ‘সি’ ক্যাটাগরির ৪০, ‘ডি’ ক্যাটাগরির ৩০ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ২০ হাজার মার্কিন ডলার।

একনজরে অষ্টম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট তালিকা (বাংলাদেশি ক্রিকেটার)

‘এ’ গ্রেড (৬ জন), পারিশ্রমিক ৭০ লাখ

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

‘বি’ গ্রেড (৩৫ জন), পারিশ্রমিক ৩৫ লাখ

নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

‘সি’ গ্রেড (৩৩ জন), পারিশ্রমিক ২৫ লাখ

 রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আল-আমিন হোসেন, শহিদুল ইসলাম, শামসুর রহমান শুভ, জাকির হাসান, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও হাসান মুরাদ।

‘ডি’ গ্রেড (৪৫ জন), পারিশ্রমিক ১৮ লাখ

 অলক কাপালি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, আল-আমিন জুনিয়র, মেহেদী হাসান রানা, সৈকত আলী, রেজাউর রহমান রাজা, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলী, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ শরীফউল্লাহ, মনির হোসেন খান, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, নাঈম ইসলাম, রাকিবুল হাসান সিনিয়র, সাকলাইন সজীব, মোহর শেখ অন্তর, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাভেদ, রবিউল হক, সালমান হোসেন, মাইশুকুর রহমান, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাবিল সামাদ।

‘ই’ গ্রেড (৩৫ জন), পারিশ্রমিক ১২ লাখ

 নাজমুল হোসেন মিলন, শুভাশীষ রায়, ইমতিয়াজ হোসেন তান্না, আসিফ আহমেদ রাতুল, তাসামুল হক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, অমিত মজুমদার, আসাদউল্লাহ আল গালিব, জাবিদ হোসেন, পিনাক ঘোষ, তানবীর হায়দার, আসিফ হাসান, দেলোয়ার হোসেন, ইমরানউজ্জামান, সাকলাইন সজীব, ধীমান ঘোষ, কাজী অনিক, ইফতেখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানউজ্জামান, তাইবুর রহমান পারভেজ, মুনিম শাহরিয়ার, প্রীতম কুমার, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, শাহবাজ চৌহান, শাহীন আলম, সুজন হাওলাদার, শাহনুর রহমান, ফারদিন হোসেন এনি, রবিউল ইসলাম রবি ও রুবেল মিয়া।

‘এফ’ গ্রেড (৭৬ জন), পারিশ্রমিক ৫ লাখ

 জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন জোশি, তৌহিদুল ইসলাম রাসেল, তৌফিক খান তুষার, রায়ান রাফসান রহমান, আলী আহমেদ মানিক, নাহিদ রানা, জয়নুল ইসলাম, মামুন হোসেন, মইনুল ইসলাম, মাহমুদুল হক সেন্টু, নবীন ইসলাম, গোলাম কবির সোহেল, কাজী কামরুল ইসলাম, শাকিল হোসেন, নাহিদ হাসান, সাখাওয়াত হোসেন, টিপু সুলতান, মোহাম্মদ নুরুজ্জামান, আহমেদ আবিদুল হক, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ রনি হাসান, মাহবুবুল আলম অনিক, আল-আমিন রাজু, মাইনুল সোহেল, শামসুল ইসলাম অনিল, আব্দুর রহমান, আব্দুর রশিদ, শাহাদাত হোসেন রাজিব, শানাজ আহমেদ, নূর হোসেন সাদ্দাম, আব্দুল হালিম, আহমেদ সাদিকুর রহমান, রাসেল আল মামুন, হাবিবুর রহমান জনি, মইনুল ইসলাম সোহেল, আবু সায়েম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আসিফ, ইমরান আলী, হোসেন আলী, জুবায়ের হোসেন লিখন, নাঈম ইসলাম জুনিয়র, বিশ্বনাথ হালদার, সাজ্জাদুল হক রিপন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, রাফসান আল মাহমুদ, মাসুম খান টুটুল, মোহাম্মদ স্বাধীন, জাহিদ জাভেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ আজিম, আসাদুজ্জামান পায়েল, সাজ্জাদ হোসেন সাব্বির, জনি তালুকদার, মোহাম্মদ সাকিল আহমেদ, তৌহিদ তারেক খান, রাকিব আহমেদ, সাব্বির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মানিক খান, ইরফান হোসেন, আজমীর আহমেদ, রায়হান উদ্দিন, নিহাদ-উজ-জামান, ইসলামুল আহসান আবির, আলিস আল ইসলাম, সায়েম আলম, জাহিদউজ্জামান খান, মইন খান, সাহানুর রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, জসিমউদ্দিন ও একেএস স্বাধীন।

পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ড্রাফটের বিদেশি ক্রিকেটারদের। এর ভেতর ক্যাটাগরি এ-তে আছেন সেরা পারফর্ম করা ১১ ক্রিকেটার। এই ক্যাটাগরিতে সর্বোচ্চ চার ক্রিকেটার আছেন ইংল্যান্ড থেকে, তিনজন করে আছেন শ্রীলংকা ও আফগানিস্তান থেকে আর একজন আছেন নেপাল থেকে।

এই ক্যাটাগরির খেলোয়াড়রা হলেন—

ইংল্যান্ড থেকে

বেন ফোকস, ড্যান লরেন্স, রবি বোপারা এবং উইল জ্যাকস

শ্রীলংকা থেকে

দুশমান্ত চামিরা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা

আফগানিস্তান থেকে

কয়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ এবং জহির খান

নেপাল থেকে

স্বন্দ্বীপ লামিচানে

বি ক্যাটাগরির পারিশ্রমি ৫০ হাজার ডলার

বেনি হাওয়েল (যুক্তরাজ্য), ড্যানি ব্রিগস (ইংল্যান্ড), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), দিনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ), দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), লিয়াম ডসন (ইংল্যান্ড), লিয়াম প্লাংকেট (ইংল্যান্ড), লুক রাইট (ইংল্যান্ড), মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নুয়ান প্রদিপ (শ্রীলঙ্কা), শাপুর জাদরান (আফগানিস্তান), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

‘সি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৪০ হাজার ডলার

আফসার জাজাই (আফগানিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), আলেকজান্ডার ডেভিস (ইংল্যান্ড), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ক্যামেরন ডেলপোর্ট (সাউথ আফ্রিকা), চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা), দাওলাত জাদরান (আফগানিস্তান), ধনঞ্জয়া লাকসান (শ্রীলঙ্কা), ফিডেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), হারিস সোহেল (পাকিস্তান), লাসিথ এম্বুলদেনিয়া (শ্রীলঙ্কা), মোহাম্মদ আসাদ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), রাভি রামপল (ওয়েস্ট ইন্ডিজ, রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), উসমান খান শিনওয়ারি (পাকিস্তান) ও সুরাঙ্গা লাকমাল (শ্রীলঙ্কা)।

‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৩০ হাজার ডলার

আব্দুল ওয়াসি (আফগানিস্তান), আবিদ আলি (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), আকিফ জাবেদ (পাকিস্তান), আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবার্নি (আয়ারল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), অ্যান্টন ডেভচিচ (নিউজিল্যান্ড), আশিয়ান ড্যানিয়েল (শ্রীলঙ্কা), বিলওয়াল ভাট্টি (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), বিপুল শর্মা (ভারত), বিয়র্ন ফরটুইন (সাউথ আফ্রিকা), কারমি লে রো (সাউথ আফ্রিকা), চন্দরপল হেমরাজ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), ক্রেইগ আরভাইন (জিম্বাবুয়ে), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ডেভিড পেইন (ইংল্যান্ড), ডিলন হেইলিগার (কানাডা), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), এহসান আদিল (পাকিস্তান), ফাওয়াদ আলম (পাকিস্তান), ফজল নিয়াজি রহমান (আফগানিস্তান), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইশান জয়ারত্নে (শ্রীলঙ্কা), ইমাম উল হক (পাকিস্তান), জ্যাকব লিংকট (ইংল্যান্ড), জাসকারন মালহোত্রা (ইউএসএ), জতিন্দর সিং (ওমান), জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), জেফেরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা), জোন সিম্পসন (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জর্ডান ক্লার্ক (ইংল্যান্ড), জশ কব (ইংল্যান্ড), জশুয়া লিটল (আয়ারল্যান্ড), করিম জানাত (আফগানিস্তান), কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড), কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), আসেন বান্দারা (শ্রীলঙ্কা), কুরুকুলাসুরিয়া পাতাবেন্দিগে (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), আমিলা আপন্সো (শ্রীলঙ্কা), ম্যাথু ফিশার (ইংল্যান্ড), ম্যাথু পার্কিনসন (ইংল্যান্ড), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), মির হামজা (পাকিস্তান), আশান আলি খান (ইউএসএ), জুনায়েদ খান (পাকিস্তান), নিয়াল স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), নিতিশ কুমার (কানাডা), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), ভ্যান মেকেরেন (নেদারল্যান্ডস), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), মিনোদ ভানুকা (শ্রীলঙ্কা), রায়ানখান পাঠান (কানাডা), রবিন জেমস দাস (ইংল্যান্ড), ভ্যান ডার মারওয়ে (নেদারল্যান্ডস), রস হুইটলি (ইংল্যান্ড), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), সাহান আরাচিগে (শ্রীলঙ্কা), সাজিদ খান (পাকিস্তান), স্যাম কুক (ইংল্যান্ড), থিকশিলা ডি সিলভা (শ্রীলঙ্কা), সিন ডিকসন (দক্ষিণ আফ্রিকা), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), শিরান ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), সুদীপ তিয়াগি (ভারত), থমাস হেলম (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), ভেরেসামি পেরমল (ওয়েস্ট ইন্ডিজ), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), ওয়েস্লি মাধেভেরে (জিম্বাবুয়ে), ইয়াসির শাহ (পাকিস্তান) ও ইউনুস আহমেদজাই (আফগানিস্তান)।

‘ই’ ক্যাটাগরির পারিশ্রমিক ২০ হাজার ডলার

এই তালিকার ২৮১ ক্রিকেটারের মধ্যে কয়েকজন হলেন আসগর আফগান (আফগানিস্তান), অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ), ব্যারি ম্যাককার্থি (আয়ারল্যান্ড), ক্যালাম ম্যাকলিয়ড (স্কটল্যান্ড), হামিশ বেনেট (নিউজিল্যান্ড), হামিদ হাসান (আফগানিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্দিজ), খ্যারি পিয়েরে (ওয়েস্ট ইন্ডিজ), লাকশান সান্দাকান (শ্রীলঙ্কা), ম্যাথু ক্রস (স্কটল্যান্ড), মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) ও নুমান আলি (পাকিস্তান)।

সারাবাংলা/এসএস

টপ নিউজ প্লেয়ার্স ড্রাফট বিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর