ইতিহাস গড়ে সেঞ্চুরিয়ন জয় ভারতের
৩০ ডিসেম্বর ২০২১ ১৮:২৯
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন এশিয়ার ক্রিকেট দলগুলোর জন্য এক প্রকার দূর্গই বলা চলে। দক্ষিণ আফ্রিকাকে এই ভেন্যুতে এশিয়ার কোনো দলই কখনো হারাতে পারেনি। অবশেষে বিরাট কোহলির নেতৃত্বে সেঞ্চুরিয়ন জয় ভারতের, সেই সঙ্গে এশিয়ারও। দক্ষিণ আফ্রিকাকে চতুর্থ ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দিয়ে ১১৩ রানের জয় পায় ভারত। এতেই লেখা হয় ইতিহাস।
চতুর্থ ইনিংসে ৩০৫ রানের লক্ষ্যে নামা দক্ষিণ আফ্রিকা আজ পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির পরপরই ১৯১ রানে অলআউট হয়ে গেছে। ভারতের কাছে প্রথম টেস্ট স্বাগতিকরা হেরেছে ১১৩ রানে। এশিয়ার প্রথম দল হিসেবে এ ভেন্যুতে টেস্ট জিতল ভারত, তিন টেস্টের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ছয় উইকেট।
তবে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে ছিলেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এগোচ্ছিলেনও দারুণভাবে। তার ১৫৬ বলে ৭৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটান বুমরাহ। চতুর্থ দিনই অর্ধশতক পূর্ণ করে ফেলা প্রোটিয়া অধিনায়ক ব্যক্তিগত ৬৩ রানে জীবনও পেয়েছিলেন। মোহাম্মদ শামিকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন, তবে মোটামুটি সহজ ক্যাচটা নিতে পারেননি ভারতের ফাস্ট বোলার। তবে শেষ পর্যন্ত সুযোগটা কাজে লাগিয়ে খুব বেশিদূর যেতে পারেননি এলগার।
জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে এলগার ফিরেছেন এলবিডব্লিউ হয়ে। মধ্যাহ্ন বিরতির পর দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে খুব বেশি সময় নেয়নি ভারত। ১২ বলের ব্যবধানেই শেষ ৩ উইকেট হারিয়েছে তারা। মার্কো ইয়ানসেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হয়েছেন ম্যাচে শামির ৮ম শিকার। পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিন পরপর দুই বলে ফিরেছেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
এতেই ইতিহাস লেখা হয় ভারতের। সেঞ্চুরিয়ন টেস্ট জিতে নিল ১১৩ রানে। আর সিরিজেও এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা আর মোহাম্মদ শামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের সঙ্গে মোট আট উইকেট ভারতের জয়ে বড় অবদান পেসার শামির। তবে ম্যাচসেরার পুরস্কার গেছে লোকেশ রাহুলের দখলের। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ওপেনার।
৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত তাই যাবে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে।
সারাবাংলা/এসএস
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত বিরাট কোহলি সেঞ্চুরিয়ন টেস্ট সেঞ্চুরিয়নে টেস্ট জয়