Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাউন্ট মঙ্গানুইয়ে হারতে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের!

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২২ ০৫:৩৭

সাদা পোশাকে বাংলাদেশের দলীয় সর্বোনিম্ন রান ৪৩। আর মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশকে ইতিহাস গড়তে করতে হবে ৪০ রান। এদিকে জয়ে পেতে হলে নিউজিল্যান্ডের বাংলাদেশকে দিয়ে গড়াতে হবে বিশ্ব রেকর্ড।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগুয়া টেস্টে বাংলাদেশ অলআউট হয়েছিল ৪৩ রানে। প্রথম ইনিংসে ১৮.৪ ওভারে বাংলাদেশ নিজেদের দলীয় সর্বোনিম্ন রানে থেমেছিল।

এদিকে কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে মাত্র ৪০ রান। তাই তো এই ম্যাচ হারতে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের সর্বোনিম্ন রানের রেকর্ড।

প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা বাংলাদেশের সামনে ৪০ রানের মামুলি লক্ষ্যটা বেশ সহজই মনে হচ্ছে।

নিউজিল্যান্ডের মাঠে সর্বোনিম্ন দলীয় স্কোর ২৬ রানের। ১৯৫৫ সালে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডকে এই রানে অলআউট করেছিল ইংল্যান্ড। এটিই এখন পর্যন্ত দেশটিতে কোনো দলের সর্বোনিম্ন স্কোর। এছাড়া ১৯৪৬ সালে অস্ট্রেলিয়াকে ৪২ রানে অলআউট করেছিল নিউজিল্যান্ড।

তবে সফরকারী কোনো দল কখনোই নিউজিল্যান্ডে ৫০ রানের কমে অলআউট হয়নি। ২০১২ সালে শেষবার  জিম্বাবুয়ে ৫১ রানে অলআউট হয়েছিল নেপিয়ারে।

কিউইদের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ১০৮ রান। হ্যামিল্টনে ২০০১ সালে এই সংগ্রহ করেছিল সফরকারী বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোনিম্ন দলীয় সংগ্রহ ১১৩। ২০০৮ সালে ওয়েলিংটনে এই সংগ্রহ করেছিল বাংলাদেশ।

সারাবাংলা/এসএস

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম টেস্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর