Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬ জনের মধ্যে সবার শেষে শিরিন


১০ এপ্রিল ২০১৮ ১৭:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক ।।

দেশে দাপট দেখালেও দ্রুততম মানবী শিরিন আক্তার কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ভালো করতে পারেননি। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ৪১ জনের মধ্যে ৩৮তম হয়েছিলেন। ২০০ মিটার স্প্রিন্টে বড় লজ্জাই পেলেন শিরিন।

২০০ মিটারে ৩৬ জনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেছেন শিরিন। তাতে, ২০০ মিটারে ৩৬তম হয়ে এই ইভেন্টে বেশ লজ্জাতেই পড়েছেন। ২০০ মিটার দৌড় শেষ করতে শিরিন সময় নেন ২৬.১৭ সেকেন্ড।

এদিকে, পুরুষদের ১০০ মিটার ইভেন্টে সবার আগে দূরত্ব অতিক্রম করে আসরের দ্রুততম মানবের মুকুট মাথায় পরেছেন দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার আকানি সিম্বনি। আর দ্রুততম মানবীর মুকুট পড়েছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিশেল লি আইছে।

বিজ্ঞাপন

সিম্বনি ১০.০৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। তার স্বদেশী ব্রুন টিয়েস হ্যারিস ১০.১৭ সেকেন্ডে দৌড় শেষ করে দখল করেন রূপার পদক। জ্যামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক ১০.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে পান ব্রোঞ্জ।

নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিশেল লি আইছে ১১.১৪ সেকেন্ড সময় নিয়ে জিতে নেন স্বর্ণপদক। জ্যামাইকার ক্রিস্টিনা উইলিয়ামস ১১.২১ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য এবং স্বদেশী গায়োন ইভান্স ১১.২২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর