Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ব্রাভো


৮ জানুয়ারি ২০২২ ২১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন ডোয়াইন ব্রাভো। ফরচুন বরিশালের হয়ে এবারের অষ্টম বিপিএল খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার।

শনিবার (৮ জানুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী। ক্যারিবিয়ান তারকা শুরু থেকেই বিপিএল খেলবেন জানান তিনি।

বিপিএলের প্লেয়ার ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলংকার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। কিন্তু শ্রীলংকান ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র পাননি তিনি। তার পরিবর্তেই মূলত ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভোকে দলে টানল বরিশাল।

বিজ্ঞাপন

আরেক ক্যারিয়িান ক্রিস গেইলকে আগেই নিশ্চিত করেছে বরিশাল। দেশি ক্রিকেটার হিসেবে প্রথমে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল দলটি।

ব্রাভো এর আগে একাধিকবার বিপিএল খেলেছেন। চিটাগং কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের বিপিএল মাতিয়েছেন তিনি।

উল্লেখ্য, ছয় দলের অংশগ্রহণে আগামী ২১ জানুয়ারি মাঠে গড়ানোর কথা এবারের বিপিএলের। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।

ডোয়াইন ব্রাভো ফরচুন বরিশাল বিপিএল ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর