‘আশা করি ফুটবল আমার পাওনাটা শোধ করে দেবে’
১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:৪১
সারাবাংলা ডেস্ক
বার্সার জার্সিতে সব পাওয়া মেসির আক্ষেপ জাতীয় দলের হয়ে কিছুই না পাওয়া। গত বিশ্বকাপে মেসির হাত ধরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের গোলে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা ছোঁয়া হয়নি মেসি বাহিনীর। জার্মানি শিরোপা জিতে নেয়। পর পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল মেসির দল। দুইবারই চিলির বিপক্ষে হেরে রানার্সআপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে।
জাতীয় দলের জার্সিতে পর পর তিনটি মেগা ইভেন্টের ফাইনালে দলকে তুলেছিলেন মেসি। কিছু না পাওয়ার বেদনায় আর অভিমানে গত বছর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে দেন মাত্র ২৯ বছর বয়সে। পরে দলের কোচ, দেশের প্রেসিডেন্ট মেসিকে আবারো জাতীয় দলে ফিরিয়ে আনেন।
এবার ৩০ বছর বয়সী মেসির সামনে আরেকটি বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। ফুটবল ক্যারিয়ারে প্রায় সব কিছুই জিতেছেন, জেতা হয়নি কেবল দেশের হয়ে বিশ্বকাপ। মেসির কাছে ট্রফি পাওনা নয়, ফুটবলের কাছেই ট্রফিটা পাওনা মেসির-এমনটি মনে করেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। মেসিরও আশা, ফুটবল তার এই পাওনাটা শোধ করে দেবে।
কোচের এমন দাবির পর মেসি মজা করে জানান, ‘আশা করি ফুটবল আমার এই পাওনাটা শোধ করে দেবে। আমি শুনেছি, সাম্পাওলি এমনটা বলেছেন। আসলে তিনি আমাকেও এটা বলেছেন।’
এবারের বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাইয়ে দেন মেসি। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনার। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার আর রাশিয়ার টিকিট নিশ্চিত করা প্রসঙ্গে মেসি জানান, ‘না, আমার মনে হয় না এই ক্ষত শুকাবে। মনে হয়, যা ঘটেছে এটা নিয়েই বাঁচতে হবে আমাকে। এটা সবসময়ই আমার মনে থাকবে। গত বিশ্বকাপ দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছে আমাকে। তবে, কষ্টও কম দেয়নি। বাছাইপর্বে এবার ইকুয়েডর ম্যাচের পর দল নতুন করে ভাবতে শুরু করেছে। যে ভয় আর দুশ্চিন্তা ছিল আর্জেন্টিনা সেটা দূর করেছে।’
গত দুইবার কোপার শিরোপা জেতা চিলি নেই রাশিয়া বিশ্বকাপে। এই আর্জেন্টিনাকে হারিয়েই তারা দুই-দুইবার কোপার শিরোপা জিতেছিল। অথচ দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সেই চিলি রাশিয়ার টিকিট নিশ্চিত করতে পারেনি। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি অনেকটাই অবাক হয়েছি চিলি বিশ্বকাপে যেতে না পারায়। গত দুইবার কোপা আমেরিকা জেতা দল এবার বাদ পড়লো। এতেই বোঝা যাচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকে মূলপর্বে উঠা কতটা কঠিন।’
রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপের বাকি দলগুলো হলো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া। মেসি নির্ভর আর্জেন্টিনা এবার বিশ্বকাপে কেমন করবে তা সময়ই বলে দেবে।
সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭