Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দুই হারে তামিম-ইমরুলদের বিদায়


১১ জানুয়ারি ২০২২ ২০:৩০

টানা দুই ম্যাচ হেরে ইন্ডিপেন্ডেন্স কাপ অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিয়েছে পূর্বাঞ্চল। নিজেদের প্রথম ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে ২২ রানে হারা পূর্বাঞ্চল আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে হেরেছে ৩ উইকেটে।

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল ইমরুল কায়েস, তামিম ইকবালদের দল। চার দলের লড়াইয়ে পূর্বাঞ্চল এখন পয়েন্ট টেবিলে সবার নিচে। অন্যদিকে ফাইনালের লড়াইয়ে টিকে রইল দক্ষিণাঞ্চল।

আগামীকাল মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দলটি। ওই ম্যাচে জয়-পরাজয়ের ওপর নির্ভর করবে ফাইনালভাগ্য। দুই ম্যাচের দুটিই জিতে মধ্যাঞ্চল এখন টেবিলের ওপরে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পয়েন্ট সমান ২ করে। আর সবার নিচে পূর্বাঞ্চল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নামা পূর্বাঞ্চলের ইনিংস থেমে যায় ১৯২ রানে। অনেকদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল পূর্বাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে পুরো ব্যর্থ। সফল হতে পারেননি অপর ওপেনার রনি তালুকদারও। ২১ রানে দুজনকে হারায় পূর্বাঞ্চল।

তবে তিনে নেমে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক ইমরুল কায়েস। নিচের দিকে ইরফান শুক্কুর (৩৩), আফিফ হোসেন (২৯) ও সোহরাওয়ার্দী শুভ (২২) কিছু রান করলেন বলে সংগ্রহটা দুইশর কাছাকাছি যায়।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রানে থেমেছে পূর্বাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে ১০ ওভার বোলিং করে ৪৪ রান খরচায় দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

পরে জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের ইনিংসও খুঁড়িয়ে এগিয়েছে। ২৭ রানে দুই ওপেনারকে হারায় দলটি। তবে এর পরে বাকি ব্যাটারদের প্রায় সবাই রান পেয়েছেন। কঠিন হলেও দক্ষিণাঞ্চল তিন উইকেটের জয় পেয়েছে তাতেই।

৪৫.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৯৩ রান তোলে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৩৭ রান করেছেন মেহেদী হাসান। এছাড়া মায়শুকুর রহমান, জাকির হাসান, নাহিদুল ইসলাম ২৭ রান করে করেছেন। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আফিফ হোসেন ও নাঈম হাসান।

ইমরুল কায়েস তামিম ইকবাল বিসিএল মোস্তাফিজুর রহমান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর