Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের আগে অনুশীলনে ভিন্ন সাকিব


১৭ জানুয়ারি ২০২২ ২৩:০৭

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ঝড় চলছিল। না আকাশের ঝড় নয়। মাঘের শুরুতে আকাশ বেশ পরিস্কার, ঝড়-বৃষ্টি নেই। দুপুরের সময়টাতে মিস্টি রোদ বড্ড উপভোগ্যই লাগে। মিস্টি রোদের মধ্যেই মিরপুরের একাডেমিক মাঠে ব্যাটে ঝড় তুলতে দেখা গেল সাকিব আল হাসানকে।

পেস, স্পিন বোলার এবং থ্রোয়ারদের বিপক্ষে প্রতিটি বলেই বিগ শট খেলার চেষ্টা করছিলেন সাকিব। তার কয়েকটা শট মাঠ পেরিয়ে চলে এলো মিডিয়া সেন্টারের সামনের জায়গাটিতে, যেখানে দাঁড়িয়ে ছিলেন গণমাধ্যমকর্মীরা। অনেকক্ষণ যাবত টানা বিগ হিটের অনুশীলন করতে দেখা গেল সাকিবকে। বিপিএলে কী তাহলে দেখা যাচ্ছে বিধ্বংসী সাকিবকে? অনুশীলনের ধরন আপাতত সেটিই বলছে।

বিজ্ঞাপন

জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ হোক সাকিব আল হাসানকে ব্যাট হাতে বিস্ফোরক ভূমিকায় দেখে গেছে কমই। টি-টোয়েন্টিতেও সাধারণত ক্যালকুলেটিভ ব্যাটিং করতে দেখা যায় তাকে। সাকিবের ব্যাটিংয়ের ধরনে দ্রুত রান তোলা বা বিশাল বিশাল ছক্কা দেখা যায় কমেই। কিন্তু এবারের বিপিএলের আগে বিধ্বংসী হিসেবে প্রস্তুত হতে দেখা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম জানালেন, বিধ্বংসী হয়ে তৈরি হওয়ার চেষ্টা করছেন সাকিব। ফরচুন বরিশালের হয়ে এবার বিপিএল খেলবেন সাকিব। দলটির অধিনায়কত্বও উঠেছে তার কাঁধে। আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে নাজমুল আবেদিন ফাহিমের অধিনে বড় শট খেলার অনুশীলন করছিলেন সাকিব।

পরে এক ভিডিও বার্তায় নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই- বিগ হিটিং নিয়ে, পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাট করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।’

বিজ্ঞাপন

ফরচুন বরিশালের কোচ বলেন, ‘সাকিবের বড় শট খেলাটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, উপরের দিকে ব্যাট করে। ও যদি বড় শট খেলতে পারে তাহলে দলের জন্য ভাল।’

পাশাপাশি বোলিং নিয়েও কাজ করা হচ্ছে জানালেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রেও…আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু সুযোগ থাকেই। আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভাল কীভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।’

সবকিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি মাঠে গড়াবে অষ্টম বিপিএলের মাঠে লড়াই।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর