Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা


১৮ জানুয়ারি ২০২২ ২০:৫২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২০:৫৪

আগে বোলিং করতে নেমে মালয়েশিয়ার মেয়েদের বিপক্ষে রুমানা আহমেদ, সুরাইয়া আজমিনরা হয়ে উঠলেন রীতিমতো বিধ্বংসী। পঞ্চাশের আগেই মালয়েশিয়াকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরে ম্যাচ জিততে বেগই পেতে হয়নি নারী দলকে।

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের শুরুতে মালয়েশিয়ার বিপক্ষে আজ ৭২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী দল। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রুমানা আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জানুয়ারি) কায়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তারপর বাংলাদেশি বোলিং আক্রমণের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ান মেয়েরা। পুরো ২০ ওভার খেললেও দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছন মাত্র দুজন, যার মধ্যে অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম করেছেন সর্বোচ্চ ১২ রান।

বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ চার ওভার বোলিং করে মাত্র ৪ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। সুরাইয়া ৪ ওভারে ৭ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি।

পরে জবাব দিতে নেমে ৮ ওভারেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। এই রান তাড়ায় দুটি উইকেট হারাতে হলো এটাই বড় অপূর্ণতা। ১৯ বল খেলে ৪টি চার ১টি ছয়ে ২৮ রান করেছেন ওপেনার শামিমা সুলতানা। অপর ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৪ রান।

কমনওয়েলথ গেমস বাংলাদেশ নারী ক্রিকেট দল রুমানা আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর