৩ বছর পর জাতীয় দলে ফিরছেন বালোতেল্লি
২৩ জানুয়ারি ২০২২ ০৯:১৬
ফুটবলের ব্যাডবয় খ্যাত মারিও বালোতেল্লি আবারও ফিরছেন ইতালি জাতীয় দলে। পরবর্তী ইন্টারন্যাশনাল ব্রেকেই দলে থাকতে পারেন তিনি। এর আগে সর্বশেষ ২০১৮ সালে আজ্জুরিদের পক্ষে ন্যাশনস লিগে খেলেছেন এই প্রতিভাবান স্ট্রাইকার।
স্কাই স্পোর্টস ইতালিয়া জানিয়েছে, দলের কোচ রবার্ত মানচিনি ৩৫ সদস্যের দলে বালোতেল্লিকে রাখবেন এটা অনেকটাই নিশ্চিত। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে গুরত্বপূর্ণ প্লে-অফ খেলতে দলকে নতুন ভাবে প্রভাবিত করতেই বালোতেল্লিকে দলে রাখা হচ্ছে।
৩১ বছর বয়সী বালোতেল্লি গত মৌসুম শেষে তার্কিস ক্লাব আদানা দেমিরস্পোরে যোগ দেন। সেখানে ২১ ম্যাচে ৯ গোল করে নিজের সক্ষমতা আরেকবার জানান দিয়েছেন ফুটবলের এই ব্যাডবয়।
বালোতেল্লি জাতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৪টি।
জাতীয় দলে ফেরার মাধ্যমে ২০২২ সালের কাতার বিশ্বকাপে যেতে মানচিনির কাছে নিজেকে প্রমাণের দারুণ এক সুযোগ পেতে যাচ্ছেন বালোতেল্লি।
সারাবাংলা/এএম