রেকর্ড গড়েছেন, পেলেকে পেছনে ফেলারও সুযোগ পাচ্ছেন
১৪ ডিসেম্বর ২০১৭ ১৬:০৮
সারাবাংলা ডেস্ক
মাত্র কয়েকদিন আগেই এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরেকটি রেকর্ড গড়লেন রিয়াল সুপারস্টার। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গোল করেই নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন সিআর সেভেন খ্যাত এই তারকা।
সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচের প্রতিটিতেই প্রতিপক্ষের জালে বল জড়ানোর দারুণ এক রেকর্ড গড়েছেন রোনালদো। প্রথম কোনো খেলোয়াড় হয়ে গ্রুপপর্বের ছয় ম্যাচেই গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।
এবার আবুধাবিতে নতুন রেকর্ড বইয়ে নাম লেখাতে আল জাজিরার বিপক্ষে গোল করেন তিনি। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে সমতা ফেরানোর পরই নতুন ইতিহাস গড়েন ৩২ বছর বয়সী তারকা। ক্লাব বিশ্বকাপের ইতিহাসের সবর্কালের শীর্ষ গোলদাতা এখন রোনালদো।
ম্যাচের দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করেন রোনালদো। ক্লাব বিশ্বকাপে ষষ্ঠ গোল করে শীর্ষে উঠেন তিনি। এর আগে ক্লাব বিশ্বকাপের আসরে বার্সেলোনার লুইস সুয়ারেস ও লিওনেল মেসি এবং মনটেরের সাবেক ফরোয়ার্ড সিজার দেলগাদো ৫টি করে গোল করেছিলেন।
ক্লাব বিশ্বকাপে রোনালদোর প্রথম গোল ২০০৮ সালে, গাম্বা ওসাকার বিপক্ষে। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে রোনালদোরা ৫-৩ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল। রোনালদোর বাকি চারটি গোল রিয়ালের জার্সিতে। গত বছর ক্লাব আমেরিকার বিপক্ষে সেমিফাইনালে একটি গোল করেন তিনি। একই মৌসুমের ফাইনালে কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন।
রোনালদোর সামনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। আগামী শনিবার গ্রেমিওর বিপক্ষে ফাইনালে নামবে রিয়াল। সেই ম্যাচে গোল পেলে নিজের রেকর্ডকে আরও ওপরে নিয়ে রাখতে পারবেন তিনি।
ক্লাব বিশ্বকাপ নামকরণের আগে আন্তঃমহাদেশীয় কাপ হিসেবে আসর চলতো। সেখানে সর্বোচ্চ ৭ গোল করে শীর্ষে ব্রাজিলের কিংবদন্তি পেলে। নিজ দেশের ক্লাব সান্তোসের জার্সিতে ১৯৬২ ও ১৯৬৩ সালে তিন ম্যাচে ৭ গোল করেন পেলে। তবে, গ্রেমিওর বিপক্ষে এই মৌসুমে আর একটি গোল করলে পেলেকে পেছনে ফেলার এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়া নিয়ে কোনো প্রশ্ন তুলে রাখার সুযোগ রাখবেন না রোনালদো।
সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭