Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার গ্রিনউড

সারাবাংলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২ ১১:৫৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৩:৩২

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ম্যাসন গ্রিনউড।

বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে তার বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। ভিডিওটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, হ্যারিয়েটের ঠোঁট, চোখ ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।

এদিকে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রিনউড অনুশীলন বা ম্যাচে ফিরবেন না। তারা কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না।

সারাবাংলা/এএম

গ্রিনউড টপ নিউজ ধর্ষণ মেসন গ্রিনউড ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর