Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের বিপক্ষে ৫২ রানের জয় কুমিল্লার

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২ ১৬:০৪

ব্যাট হাতে ফাফ ডু প্লেসিস আর ক্যামেরুন দেলপোর্টের ঝড়ের ইনিংসে স্কোরবোর্ডে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রান ১৮৩। এরপর নাহিদুল-মোস্তফিজের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩১ রানে আটকে দিয়ে ৫২ রানের জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার ছুঁড়ে দেওয়া ১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইনিংসের প্রথম ওভারেই ভয়ংকর কেনার লুইসকে তুলে নেন নাহিদুল ইসলাম। পরের ওভারে আফিফ হোসেনকে তুলে নেন মোস্তাফিজুর রহমান। এতেই মাত্র ৯ রান টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে ফেলে চট্টগ্রাম।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে কেবলই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন উইল জ্যাকস এবং সাব্বির রহমান। তখনই নাহিদুল ইসলাম বল হাতে এসে তুলে নিলেন সাব্বিরকে। ৭ বলে ৫ রান করে সাব্বির ফিরলেন দলীয় ৩৯ রানের মাথায়। এরপর বেশি সময় টিকতে পারনেনি কেউই। মিরাজ ৯ বলে ১০ রান করে নাহিদুলের তৃতীয় শিকার হন।

অধিনায়ক নাঈম ইসলাম ৫ বলে ৮ রান করে শহিদুলের বলে আরিফুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। এছাড়া বেনি হাওয়েল ২, মৃত্যুঞ্জয় করেন ১৩ রান। তবে উইকেটের এক প্রান্তে উইল জ্যাকস একাই লড়েন চট্টগ্রামের হয়ে। যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণই চট্টগ্রামকে জয়ের পথে রাখেন। তবে ১৬তম ওভারের চতুর্থ বলে তানভির ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন প্যাভিলিয়নে। আর এতেই চট্টগ্রামের জয়ের আশার প্রদীপ নিভে যায়। আউট হওয়ার আগে উইল জ্যাকস ৪২ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৭টি চার আর তিনটি ছয়ে ইনিংস সাজান এই ওপেনার।

শেষ দিকে আর কেউই তেমন ভূমিকা রাখতে না পারায় ১৮তম ওভারে ১৩১ রানে অলআউট হয় চট্টগ্রাম। আর কুমিল্লা জয় পায় ৫২ রানের।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়ান্সদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাহিদুল ইসলাম। আর দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম এবং তানভির। আর একটি উইকেট নেন করিম জানাত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের অপরাজিত ৮৩ এর সঙ্গে ক্যামেরুন দেলপোর্টের ঝড়ো ৫১ রানে ১৮৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ডু প্লেসিস-দেলপোর্ট ঝড়ে কুমিল্লার পুঁজি ১৮৩

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার, ১৮৩/৩; (লিটন ৪৭, জয় ১, ডু প্লেসিস ৮৩*, ইমরুল ১, দেলপোর্ট ৫১*); (শরিফুল ৪-০-৪৮-০, নাসুম ৪-০-২৩-২, মৃত্যুঞ্জয় ৩-০-৩৪-০, মিরাজ ৩-০-৩০, রাজা ২-০-১৭-০, হাওয়েল ৪-০-৩১-১)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৭.৩ ওভার, ১৩১/১০; (লুইস ৪, উইল ৬৯, আফিফ ৪, সাব্বির ৫, মিরাজ ১০, নাঈম ৮, হাওয়েল ২, মৃত্যুঞ্জয় ১৩, রাজা ৬*, নাসুম ১, শরিফুল ৪); (নাহিদুল ৪-০-১৭-৩, মোস্তাফিজ ৩-০-২৬-২, তানভির ৪-০-৩৩-২, শহিদুল ৩-০-৩৪-২, জানাত ৩.৩-০-১৮-১)

ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর