Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের খোঁজে আগে ব্যাটিংয়ে বরিশাল


৩১ জানুয়ারি ২০২২ ১৭:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৭:৩৪

অষ্টম বঙ্গবন্ধু বিপিএলের ১৪তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। অর্থাৎ ম্যাচে আগে বোলিং করবে খুলনা টাইগার্স।

ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের আজ নিজেদের এগিয়ে যাওয়ার লড়াই। এখন পর্যন্ত দুদল ৪টি করে ম্যাচ খেলে জিতেছে দুটি করে। অর্থাৎ দুই দলের পয়েন্টই ৪। আজ জিতে এগিয়ে যাওয়ার সুযোগ দুই দলের সামনেই।

দুদিন আগে দুদলের মুখোমুখি লড়াইয়ে মেহেদি হাসান রানার দুর্দান্ত বোলিংয়ে জিতেছিল বরিশাল। আজ নিশ্চয় তার বদলা নিতে চাইবে মুশফিকুর রহিমের খুলনা।

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সারে ৫টায়।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, মুজীব-উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম, আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াছির আলি রাব্বি, থিসারা পেরেরা, মেহেদি হাসান, সেকুজে প্রসন্ন, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার ও খালেদ আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

খুলনা টাইগার্স টপ নিউজ ফরচুন বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর