Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ যাত্রার আগে নারী ক্রিকেট দলে করোনার হানা


৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৪

বিশ্বকাপ যাত্রার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন সদস্য। আক্রান্ত তিনজনকে ছাড়াই আজ বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের বিমান ধরবে দলের বাকি সদস্যরা। আক্রান্তরা ৮ দিনের আইসোলেশনে থাকবেন। পরে করোনা নেগেটিভ হওয়ার শর্তে নিউজিল্যান্ডের বিমান ধরবেন তারা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের মহিলা দল নিউজিল্যান্ড যাচ্ছে । গতকাল একজন খেলোয়াড় এবং দুইজন অফিশিয়ালের করোনা টেস্টে পজিটিভ এসেছে । আমরা আশা করছি ,আট দিন পর আবার তাদের টেস্ট করানো হবে এবং তখন তারা নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ১৪/১৫ তারিখ যাত্রা করবে।’

সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডে আগামী ৪ মার্চ মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডে গিয়ে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সেখানে বাড়তি প্রস্তুতি ম্যাচও খেলতে চায় বাংলাদেশ। ফলে আগেভাগেই নিউজিল্যান্ডের বিমান ধরছে বাংলাদেশ নারী দল।

বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত অফিসিয়ালি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শফিকুল আলম চৌধুরী নাদেল জানালেন, বাড়তি প্রস্তুতি নিতে সেখানে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিসিবি প্রস্তুতি ম্যাচের সংখ্যা আরও একটি বাড়ানোর চেষ্টা করছে বলেও জানালেন তিনি।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর