Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে ফিরল বরিশাল

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৮

ব্যাট হাতে অর্ধশতকের পর বল ঘুরিয়ে কুমিল্লার দুই ওপেনার লিটন ও ইমরুলের উইকেট নিয়ে দলের জয়ের পথ গড়ে দেন সাকিব আল হাসান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতেই ৩৩ রানের বড় জয় পায় সাকিব আল হাসানবাহিনী। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লাকে টপকে পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে আসে ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

বরিশালের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত কুমিল্লা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েসকে তুলে নেন সাকিব। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকেও। কুমিল্লার দলীয় ২৩ রানের মাথায় লিটন দাসকে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দি করেন সাকিব। আউট হওয়ার আগে ১৭ বলে ১৯ রান করেন লিটন।

তবে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। চারে ব্যাট করতে নামা মাহমুদুল হাসান জয়কে তুলে নিয়ে কুমিল্লাকে ৩৫ রানে তিন উইকেট হারানোর দলে পরিণত করেন ডুয়েন ব্রাভো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। মুমিনুল হক ৩০ বলে ৩০ রান করে নাইম হাসানের শিকার হয়ে যখন ফিরছেন তখন কুমিল্লার স্কোরবোর্ডে রান সংখ্যা মাত্র ৬৮। এরপর ৭০ রানে কুমিল্লা হারায় নিজেদের ৭ম উইকেট। জয়ের আশা তখনই নিভে যায় ভিক্টোরিয়ান্সদের।

শেষ দিকে করিম জানাত ১৩ বলে ১৭ আর তানভির ইসলাম ১৪ বলে ২১ রানের ইনিংস খেললে কেবল হারের ব্যবধানই কমে ভিক্টোরিয়ান্সদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ফরচুন বরিশাল জয় পায় বরিশাল।

বরিশালের হয়ে দুর্দান্ত বল করেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২০ রানে দুটি উইকেট নেন তিনি। নাঈম হাসান নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়াও দুটি উইকেট নেন ডুয়েন ব্রাভো আর একটি উইকেট নেন নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ফরচুন বরিশাল: ২০ ওভার, ১৫৫/৫; (মুনিম ৪৫, গেইল ১০, শান্ত ১, সাকিব ৫০, হৃদয় ৩২*, ব্রাভো ১০, সোহান ৩* ); (নাহিদুল ৩-০-৩০-০, মোস্তাফিজ ৪-০-৩০-১, তানভির ৩-০-২২-২, সুমন ১-০-১৬-০, নারিন ৪-০-২৫-০, মঈন ৩-০-২১-১, জানাত ২-০-৬-১)।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১২৩/৯; (লিটন ১৯, ইমরুল ১, মুমিনুল ৩০, জয় ৫, মঈন ৫, নাহিদুল ১, নারিন ৩, জানাত ১৭, সুমন ৮, তানভির ২১*, মোস্তাফিজ ৭*); (মুজিব ৪-০-২৭-০, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, নাঈম ৪-০-২৯-৩, শান্ত ২-০-৫-১, গেইল ২-০-১০-০)

ফলাফল: ফরচুন বরিশাল ৩৩ রানে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর