Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ দিকটা জমে উঠেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে খুলনা টাইগার্স। এই ম্যাচে জিতলে প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে কুমিল্লা আর খুলনা জিতলে পরের পর্বে যাওয়ার সম্ভবনা বাড়বে তাদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মহিদুল ইসলাম অংকন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হসান জয়, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।

খুলনা টাইগার্স একাদশ

মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, সৌম্য সরকার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, খালেদ আহমেদ, নাবিল সামাদ, সিকান্দার রাজা এবং রুয়েল মিয়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর