মঈন ঝড়ে কুমিল্লার রানের পাহাড়
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২১
খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস এবং মঈন আলীর ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৮৮ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন ১৭ বলে ৪১ আর মঈন আলী খেলেন ৩৫ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের বিধ্বংসী ব্যাটিং। প্রথম চার ওভারেই কুমিল্লা তুলে ফেলে ৪২ রান। যার মধ্যে ১১ বলে ৩১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। পরের ওভারে মাহমুদুল হাসান জয় মাত্র ১৫ বলে ১১ রান করে ফেরেন নাবিল সামাদের বলে রাব্বির হাতে ক্যাচ তুলে দিয়ে। তবে অন্য পাশে ব্যাট চালাতে থাকেন লিটন দাস। তার দুর্দান্ত ব্যাটিংয়েই পাওয়ার প্লে থেকে ৫২ রান তুলে ফেলে কুমিল্লা।
৭ম ওভারের প্রথম বলে থিসারা পেরেরার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে লিটন ফেরেন ৪১ রান করে। এরপর মাত্র ৫ রান করে ফেরেন অধিনায়ক ইমররুল কায়েসও। মাত্র ৭১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা।
তবে চতুর্থ উইকেটে ফাফ ডু প্লেসিস এবং মঈন আলী মিলে কুমিল্লার বড় রানের সংগ্রহের আশা জিইয়ে রাখে। এই জুটি থেকে মাত্র ৪০ বলে আসে ৮৩ রান। ১৭তম ওভারে ডু প্লেসিস ৩৬ বলে ৩৮ রান করে ডু প্লেসিস ফিরলে ভাঙে এই জুটি। তবে মঈন আলী তার ঝড়ো ইনিংস চালিয়ে যেতে থাকেন। মাত্র ২৩ বলে পূর্ণ করেন অর্ধশতক।
শেষ দিকে মহিদুল ইসলাম অংকন ৬ বলে ১২ রান করলে বড় সংগ্রহ পায় কুমিল্লা। মঈন আলী ৩৫ বলে ৭৫ রান করে পেরেরার বলে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তবে তার আগে একটি চার ও ৯টি ছক্কায় সাজান দুর্দান্ত ইনিংস। তার ইনিংসেই ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
খুলনার হয়ে দুটি উইকেট নেন থিসারা পেরেরা। আর একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, নাবিল সামাদ, মাহেদি হাসান এবং সৌম্য সরকার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১৮৮/৬; (লিটন ৪১, জয় ১১, ডু প্লেসিস ৩৮, ইমরুল ৫, মঈন ৭৫, নারিন ০, অংকন ১২*, রনি ১*); (খালেদ ৪-০-৩৭-১, নাবিল ৪-০-২৪-১, রুয়েল ৩-০-২৫-০, পেরেরা ৩-০-২৮-১, মাহেদি ৪-০-৪০-১, সৌম্য ২-০-৩১-১)।
টস: খুলনা টাইগার্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস