Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৮

আবু ধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে পালমেইরাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলেও সেবার ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল তাদের। আর এবার আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়েই প্রথমবারের মতো এই শিরোপা জিতল অল ব্লুজরা।

বিজ্ঞাপন

প্রথমার্ধে চেলসি পজেশনে আধিপত্য করলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। এই সময়ে সেরা সুযোগটা পান চিয়াগো সিলভা। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের শট বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে যায় চেলসি। ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে হেডে গোলটি করেন লুকাকু। সেমি-ফাইনালে আল হিলালের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

ইংলিশ দলটির লিড নেওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৬৪তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান রাফায়েল ভেইগা। চেলসির ডি-বক্সে সিলভার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হয়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৯তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত চেলসি। কাছ থেকে ক্রিস্টিয়ান পুলিসিকের প্রচেষ্টা প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোষ্টে লাগে।

ম্যাচ টাইব্রেকারে গড়াবে বলেই মনে হচ্ছিল, অতিরিক্ত সময়ের তিন মিনিট বাকি থাকতে স্পট কিকে চেলসিকে উৎসবে ভাসান হার্ভাটজ। ডি-বক্সে পালমেইরাসের ডিফেন্ডার লুয়ান গার্সিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। যোগ করা সময়ে হার্ভাটজকে ফাউল করে লাল কার্ড দেখেন গার্সিয়া।

এতেই শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে চেলসি।

সারাবাংলা/এসএস

ক্লাব বিশ্বকাপ চেলসি চেলসি বনাম পালমেইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর