Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঞ্জনে পানি ঢাললেন ডি মারিয়া


১৪ ডিসেম্বর ২০১৭ ১৯:৪৭

সারাবাংলা ডেস্ক

ফরাসি জায়ান্ট পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও তাতে পানি ঢেলেছেন ডি মারিয়া নিজেই। স্প্যানিশ ফেভারিট বার্সেলোনা আর ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড ডি মারিয়ায় আগ্রহী। তবে, গণমাধ্যমে ডি মারিয়া জানান, আরও বেশি সময় পিএসজিতে খেলে যেতে চান।

চলতি মৌসুমে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না ডি মারিয়া। আক্রমণভাগে নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি থাকায় ডি মারিয়ার জায়গা পাওয়া বেশ কষ্টই হচ্ছে। ডি মারিয়ার চেয়ে বাকিদের জুটিকই পছন্দ কোচ উনাই এমেরির।

তারপরও পিএসজিতে খুশি এই আর্জেন্টাইন। মনে বেদনা থাকলেও তা লুকিয়ে রেখে ২৯ বছর বয়সী ডি মারিয়া জানান, ‘প্যারিসে আমি সুখে আছি, তবে এই মৌসুমে নিয়ে তেমন নয়। আমি আরও বেশি খেলতে চাই। তবে বর্তমানে যত মিনিট পাচ্ছি তাতে আমি খুশি এবং প্রমাণ করছি যে আমি শুরুর একাদশের জন্য প্রস্তুত।’

ডি মারিয়া আরও বলেন, ‘আমি খেলতে চাই, শুরুর একাদশে থাকতে চাই-এর জন্য আমি সঠিক কাজগুলো করছি। আমি জানি, এই সিদ্ধান্তগুলো কোচ নিয়ে থাকেন। সত্যি বলতে, যদি কেউ এটা নিয়ে ভাবে এবং খুশি না থাকে তাহলে তাদের খেলে প্রমাণ করতে হবে যে তারা শুরু করতে প্রস্তুত।’

লিগ কাপের শেষ ষোলোয় স্ত্রাসবুরের বিপক্ষে ৪-২ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোল করে নিজের দাবি জোরালো করেছেন ডি মারিয়া।

সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর