কোয়ালিফায়ারের টিকিটের লড়াইয়ে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:০১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। টস জিতে এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারে আজ বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল।
এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে উইল জ্যাকসকে পাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করার জ্যাকসের বদলে কেনার লুইসকে একাদশে ফিরিয়েছে চট্টগ্রাম। এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উইল জ্যাকস। এদিকে দুটি পরিবর্তন এসেছে খুলনার একাদশেও।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
জাকির হাসান, কেনার লুইস, আফিফ হোসেন (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন, চ্যাডউইক ওয়াল্টন, আকবর আলী, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা এবং রুয়েল মিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
এলিমিনেটর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল