Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ঘণ্টা এগোল বিপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২১

আগে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনাল। তবে বিপিএলের ফাইনালের সময় এক ঘণ্টা এগিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। বুধবার দুপুরর এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

ফাইনালের সময়সূচি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল বিপিএল ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর