বার্সার জন্য সুখবর, ফিরলেন ডেম্বেলে
১৪ ডিসেম্বর ২০১৭ ২০:৩৪
সারাবাংলা ডেস্ক
চোট আর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরলেন বার্সার নতুন রিক্রুট উসমান ডেম্বেলে। আগামী জানুয়ারিতে ডেম্বেলেকে মাঠে পাওয়ার কথা থাকলেও ২২ ডিসেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেই বার্সার জার্সিতে দেখা যেতে পারে ফরাসি এই তরুণ তারকাকে।
অস্ত্রোপচারের পর বার্সার ট্রেনিং সেশনে প্রথমবারের মতো পুরো অনুশীলন করেছেন ডেম্বেলে। সেখানে ছিলেন মার্ক টার স্টেগেন, রাফিনহা, মাশ্চেরানো, আন্দ্রেস ইনিয়েস্তারা। আগামী শনিবার দেপোরতিভো লা করুনার বিপক্ষে মাঠে নামবে মেসি-সুয়ারেজদের বার্সা।
বার্সার জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার পরেই চোট সমস্যায় ছিটকে যান বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা ফরাসি তারকা স্ট্রাইকার ডেম্বেলে। গত সেপ্টেম্বরে বাঁ উরুর ফেমোরাল বাইসেপের টেন্ডন ছিড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন।
বার্সা ক্যারিয়ারের শুরুতেই ইনজুরির শিকার হন ২০ বছর বয়সী ডেম্বেলে। দীর্ঘ ইনজুরির কারণে লা লিগা সূচির প্রথম কয়েক রাউন্ডের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বও মিস করেন ডেম্বেলে। তার অনুপস্থিতে আক্রমণভাগে ২৩ বছর বয়সী জেরার্ড দেউলেফেউকে দিয়ে চালিয়ে দিলেও বার্সার শঙ্কা দূর হচ্ছিলো না। অস্ত্রোপচারের জন্য বার্সেলোনা থেকে ফিনল্যান্ডে উড়ে যান ডেম্বেলে। প্রায় ৪৯ দিন পর নিজের দুই পায়ে বুট পড়েন ডেম্বেলে।
এদিকে, আগামী ২২ ডিসেম্বর এল ক্লাসিকোতে মাঠে নামবে বার্সা-রিয়াল। আর সেই ম্যাচে মাঠে নামার জন্য নিজেকে অনুশীলনে প্রস্তুত করবেন ডেম্বেলে। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। এরই মধ্যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো, যেখানে মুখোমুখি হতে হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির। আগামী ফেব্রুয়ারি ও মার্চে দুই লেগের ম্যাচ দুটি হবে। এদিকে, কোপা দেল রে’র আসরেও শেষ ষোলো নিশ্চিত করেছে কাতালানরা।
সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭