ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।
টুর্নামেন্টে দুই দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি লড়াই করেছে। গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি করে জয়ের দেখা পেয়েছে দুই দলই। আর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিন শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডুয়েন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান রানা, মুজিব উর রহমান এবং শফিকুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স টস ফাইনাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল বিপিএল ফাইনাল