Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটনের ফিফটি

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১১

প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ওয়ানডে দুর্দান্ত প্রতাপে হাসে লিটন দাসের ব্যাট।

ব্যাট করতে নেমে ফজলহক ফারুকিকে এক প্রান্ত থেকে টানা বল করিয়ে যাওয়ার সুফল পায় আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ। সপ্তম ওভারে তার দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে ফিরলেন তামিম। ২ চারে ২৪ বলে ১২ রান করেন এই ওপেনার। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। ওপেনিং জুটিতে উঠেছে ৩৮ রান।

এরপর সাকিব-লিটনের জমে ওঠা এই জুটি ভাঙতেই ১৬তম ওভারে আক্রমণে আফগান লেগ স্পিনার রশিদ খান। দ্বিতীয় বলেই সাকিবকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন তিনি। ৩৬ বলে ২০ রান করে ফিরলেন সাকিব। নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউ নেননি বাংলাদেশ তারকা। এর মধ্য দিয়ে সাকিব–লিটনের ৫৪ বলে ৪৫ রানের জুটিটা ভাঙল।

সাকিব ফিরলে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে জুটি গড়েন লিটন দাস। ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে অর্ধশতক তুলে নেন লিটন। ৮ চারে ৬৫ বলে অর্ধশতক তুলে নিলেন তিনি। ওয়ানডেতে এটি লিটনের চতুর্থ অর্ধশতক।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেহসের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১৩৫। উইকেটে আছেন লিটন দাস ৫৫ এবং মুশফিকুর রহিম ২১।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/এসএস

দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আফগানিস্তান লিটন দাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর