Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ইনিংসে বাংলাদেশের যত রেকর্ড


২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৬

চট্টগ্রাম থেকে: জিতলেই সিরিজ এবং আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংটা দুর্দান্ত হলো বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ৩০৬ রান তুলেছে টাইগাররা। শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটে লিটন দাস ও মুশফিকুর রহিম দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন। বড় সংগ্রহের পথে বেশ কয়েকটি রেকর্ডও হয়েছে।

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক-

* তৃতীয় উইকেটে আজ ২০২ রান তুলেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি এটি। আগের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

* চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০৬ রান বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ওয়ানডেতে এই মাঠে আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ২৯৭। ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই রান করেছিল বাংলাদেশ। সব দল মিলিয়ে এই মাঠে সর্বোচ্চ স্কোরের রেকর্ড শ্রীলংকার। ২০০৬ সালে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৩০৯ রান তুলেছিলেন লঙ্কানরা।

* আজ বাংলাদেশের ৩০৬ রানের স্কোরে বড় অবদান লিটন কুমার দাসের। ১২৬ বলে ১৬টি চার ২টি ছয়ে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ডানহাতি ক্রিকেটার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডেতে এটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের শেন উইলিয়ামসের। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১২৯ রানের এক ইনিংস খেলেছিলেন উইলিয়ামস।

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে চার উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে তামিম ইকবালের দলের। আফগানদের জিততে হলে রেকর্ডই গড়তে হবে। এই মাঠে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান উঠেছে ২৮৮। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান তুলে জিতেছিল বাংলাদেশ।

ক্রিকেট রেকর্ড বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর