রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল প্যারিসে
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৪
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিরোধের শুরুতেই আলোচনায় আসে ২০২২ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তনের। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর দ্রুততম সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেয় উয়েফা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার বৈঠক শেষে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পিটার্সবার্গ থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসের এস্তাদে দে ফ্রান্স ইন সেইন্ট ডেনিস আয়োজনের ঘোষণা দিয়েছে উয়েফা।
ফ্রান্সের প্যারিসের উত্তরে সেইন্ট ডেনিসে অবস্থিত স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮১ হাজার। আর এই ভেন্যুকেই এবারের চ্যাম্পিয়নস লিগের ভেন্যু হিসেবে শেষ পর্যন্ত বেছে নিয়েছে উয়েফা।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে উয়েফা। এছাড়া উয়েফার টুর্নামেন্টে অংশগ্রহণ করা ইউক্রেন ও রাশিয়ার ক্লাবগুলোর সকল ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।
শুক্রবার ভোর থেকেই কিয়েভে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে আসছে রাশিয়া। সর্বশেষ তথ্য অনুযায়ী, রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়েছে। প্রতিরোধ করছে ইউক্রেনের সেনারা। শহরজূড়ে দুই পক্ষের গুলাগুলি চলছে। ইউক্রেন সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দেশের সকল সক্ষম নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনের কমান্ডার ইয়োরি গালুশকিন বিবৃতিতে জানান, বেসামরিক নাগরিকদের যে কেউ যুদ্ধে যোগ দিতে পারবেন। বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আজ ইউক্রেনের সবকিছু প্রয়োজন। যুদ্ধে যোগ দেওয়ার সকল প্রক্রিয়া সহজ করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনের ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। অন্যদিকে মস্কো জানিয়েছে, প্রথম দিনের অভিযানে রাশিয়ার ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশগুলো। আর এতেই পিটার্সবার্গে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
মূলত ২০২১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেইন্ট পিটার্সবার্গে। তবে করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ সালের ফাইনাল সরিয়ে নেওয়া হয় পর্তুগালের লিসবন এবং পোর্তোতে। এবার ২০২১ সালের ফাইনাল আবারও আসল আয়োজকের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উয়েফা।
সারাবাংলা/এসএস
ইউক্রেন যুদ্ধ উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল প্যারিসে ফাইনাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেইন্ট পিটার্সবার্গ