টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি বুধবার
১ মার্চ ২০২২ ১৫:৫৭
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয় বিসিবি। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে পরের দুই ম্যাচে ১০ হাজার টিকিট প্রদান করে বিসিবি। এবার ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছে দর্শক। আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের টিকিট বিক্রি শুরু হবে আগামী বুধবার (২ মার্চ)।
মিরপুরে ধারণ ক্ষমতার কত শতাংশ দর্শক উপস্থিতি রাখা হবে কিংবা কত টিকিট দর্শকদের জন্য বিক্রি করা হবে সে সম্পর্কে কিছু জানায়নি বিসিবি। চট্টগ্রামে ওয়ানডে শুরুর আগে বলা হয়েছিল ৫০ ভাগ দর্শককে খেলা দেখার সুযোগ দেয়া হবে। সেই ঘোষণা ঢাকায়ও যদি বজায় থাকে, তাহলে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার টিকিট ছাড়া হতে পারে। সে যাই হোক, যে পরিমাণই টিকিট ছাড়ুক, তা পাওয়া যাবে বুধবার থেকে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এই টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা।
ক্লাব হাউজ: ৩০০ টাকা।
উত্তর এবং দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা।
পূর্ব পাশের স্ট্যান্ড: ১০০ টাকা করে।
সারাবাংলা/এসএস