Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাল প্রথম বল থেকেই চার-ছয় মারার চেষ্টা করব’


২ মার্চ ২০২২ ১৮:২৪

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি মাহমুদউল্লাহর। একদিন পর মাঠে গড়াচ্ছে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যাতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজের আগে প্রশ্ন উঠল মাহমুদউল্রাহর সাম্প্রতিক ফর্ম নিয়ে। অধিনায়ক বললেন, তিনি ঠিক পথেই আছেন।

ব্যাটিং অর্ডার অনুযায়ী আগ্রসী ব্যাটিং প্রত্যাশা মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। কিন্তু ওয়ানডে সিরিজে পুরো ব্যর্থ অভিজ্ঞ ক্রিকেটার। প্রথম ওয়ানডেতে ১৮ রানে চার উইকেট পরে যাওয়ার পর ছয়ে ব্যাট করতে নেমে ১৭ বলে ৮ রান করে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডেতে দ্রুত রান তোলার প্রত্যাশা মেটাতে পারেননি। বাংলাদেশের তিনশ পেরুনো সংগ্রহের ম্যাচে শেষ দিকে ব্যাটিং করতে নেমে ৯ বল খেলে রান তুলতে পেরেছেন মাত্র ৬। শেষ টি-টোয়েন্টিতে দলের ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রানের সময় ক্রিজে নেমেছিলেন। গুরুত্বপূর্ণ সেই সময়েও বড় রান তুলতে ব্যর্থ রিয়াদ। ৫৩ বল খেলে আউট হয়েছেন ২৯ রান করে। এমন ব্যাটিংয়ের পর প্রশ্ন উঠলে মাহমুদউল্লাহ বুঝি একটু বিরক্তই হলেন!

বুধবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে মাহমুদউল্লাহ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এলে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছুটে যায়। সাংবাকিদকে ফিরতি প্রশ্ন করে বসেন মাহমুদউল্লাহ, ‘প্রথমত আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে দলে আমার অবস্থান নিয়ে?’

খানিক দম নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্ আমার কোনো সংশয় নেই। আমার মনে হয় আমি ঠিক রাস্তায় আছি। আমার হয়তো ভালো কিছু বল খেলতে হবে। ইনশা আল্লাহ আমি ভালোভাবেই ফিরব। কারণ, আমার কাছে দলের চাহিদা অমনই থাকে। ওয়ানডে ম্যাচগুলোয় হয়তো বা আমি সেভাবে ভালো করতে পারিনি। আমি চেষ্টা করব। দলের আমার কাছে যে প্রত্যাশা, আমি চেষ্টা করব সেটা পূরণ করার।’

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মারতে পেরেছেন মাত্র একটি বাউন্ডারি। এমন প্রসঙ্গ উঠতেই মাহমুদউল্লাহর চটজলদি উত্তর, ‘আমি ইনশা আল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’

উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৩টায়।

টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর